1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পার্ল হার্বারে ওবামা, আবে

২৭ ডিসেম্বর ২০১৬

১৯৪১ সালের ৭ই ডিসেম্বর জাপানি জঙ্গিবিমান হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন নৌ-ঘাঁটির উপর আক্রমণ করে৷ ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে যুক্তরাষ্ট্র৷ জাপানের প্রধানমন্ত্রী সেখানে আসছেন বটে, কিন্তু ক্ষমাপ্রার্থনা হয়ত করবেন না৷

https://p.dw.com/p/2UuRI
USA Japan Geschichte Pearl Harbor USS ARIZONA
ছবি: Reuters/The U.S. National Archives

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবারেই হাওয়াইতে পৌঁছান৷ অপরদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর পরিবার সহ হাওয়াইতে বড়দিনের ছুটি কাটাচ্ছেন৷ আবেই প্রথম জাপানি নেতা যিনি ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়ালটি পরিদর্শন করবেন৷ জাপানের জনমত যে কতটা এগিয়েছে, এটা তারই প্রমাণ, টুইট করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকা৷

পার্ল হার্বারের উপর জাপানি বিমানবাহিনীর অতর্কিত আক্রমণে ২,৪০৩ জন মার্কিনি প্রাণ হারান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর ছিন্নভিন্ন হয়৷ এই আক্রমণের ফলে যুক্তরাষ্ট্রে জনমত পুরোপুরি বদলে যায় ও প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন ডি. রুসভেল্ট অ্যামেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের সপক্ষে বিপুল জনসমর্থন লাভ করেন৷ ইউরোপে তখন দু'বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলেছে৷

মঙ্গলবারের সফরে আবে দৃশ্যত ৭৫ বছর আগে পার্ল হার্বারের উপর জাপানি আক্রমণের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন না, কিন্তু তিনি যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন৷ এই প্রতীকী পদক্ষেপের ফলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার হবে, বলে টোকিওর আশা৷

হাওয়াই যাত্রার আগে আবে সাংবাদিকদের বলেন, ‘‘যুদ্ধের বিভীষিকার কোনোদিন পুনরাবৃত্তি হওয়া উচিত নয়৷ আমি ভবিষ্যতের জন্য এবং জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পুনর্মিত্রতার মূল্যায়ন হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এই শপথ নিতে চাই৷'' প্রসঙ্গত, ছ'মাস আগে ওবামা যখন প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হিরোশিমা সফর করেন, তখন তিনিও হিরোশিমার উপর অ্যামেরিকার আণবিক বোমা নিক্ষেপের জন্য ক্ষমাপ্রার্থনা করেননি৷

ওয়াশিংটন পোস্ট পত্রিকা পার্ল হার্বারে আবে ও ওবামার প্রতীকী সফরকে ডোনাল্ট ট্রাম্পের আসন্ন ক্ষমতাগ্রহণের পটভূমিতে দেখছে৷ পত্রিকাটি টুইট করেছে, এই অনুষ্ঠানের মাধ্যমে ‘‘ট্রাম্প যে ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারেন, তা প্রশমন করার চেষ্টা করছেন ওবামা৷''

সোমবার আবে অন্যান্য স্মৃতিসৌধ পরিদর্শন করেন৷ মঙ্গলবার অ্যারিজোনা মেমোরিয়াল দর্শন করার আগে উভয় নেতা একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় কর্মকর্তাদের সামনে কিছু প্রাসঙ্গিক মন্তব্য করবেন৷ পার্ল হার্বার আক্রমণের ভেটারান ও প্রত্যক্ষদর্শীরাও সেই সমাবেশে উপস্থিত থাকবেন, বলে প্রকাশ৷

এসি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান