পুটিনের সঙ্গে হাত মেলাতে অনিচ্ছুক ওবামা
২৯ সেপ্টেম্বর ২০১৫আইএস-কে হটাতে এক সুর শোনা গেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে৷ তবে বাশার আল-আসাদকে রেখেই সিরিয়ার সমস্যার সমাধান হবে কিনা, তা নিয়ে মতভেদ রয়েই গেছে৷
সোমবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মধ্যে যে অনেক প্রতীক্ষার বৈঠকটি হয়ে গেল সেখানে এই বিষয়গুলো আলোচিত হয়েছে৷
ডয়চে ভেলের প্রতিবেদক রিচার্ড ওয়াকার মনে করছেন, সিরিয়া সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একসঙ্গে কাজ করতে পারবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে আরও কয়েক সপ্তাহ লেগে যাবে৷ সোমবারের বৈঠকের পর পুটিন নিজে থেকেই একটি সংবাদ সম্মেলনের ডাক দেন৷ সে কারণে ওয়াকার মনে করছেন, হয়ত রাশিয়া বৈঠকটিকে তাদের জন্য ফলপ্রসূ মনে করছে৷
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ তাদের এক বিশ্লেষণে লিখেছে, ‘‘সিরিয়া নিয়ে পুটিনের যে পরিকল্পনা, ইরানের যেটাতে সমর্থন রয়েছে, ওবামা সেটা মানতে বাধ্য হয়েছে৷'' ইরানের একটি পত্রিকার সাবের নির্বাহী সম্পাদক আমির তাহেরি তাঁর টুইটে আইআরএনএ'র বিশ্লেষণের এই অংশটি উল্লেখ করেছেন৷
সাপ্তাহিক পত্রিকা ‘পলিটিকো ইউরোপ’-এ প্রকাশিত এক বিশ্লেষণ বলছে, ওবামা ও পুটিনের মধ্যে ৯০ মিনিটের বৈঠকে তাদের দু’জনের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে তাতে বড় কোনো পরিবর্তন হয়নি৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ