1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরস্কারে প্রণোদনা, নাকি প্রলোভন?

নোমান মোহাম্মদ ঢাকা
১৪ ফেব্রুয়ারি ২০২০

‘পথিক! তুমি পথ হারাইয়াছ?' পথিক পথ হারায় অজ্ঞতায়৷ কিংবা বিভ্রমে৷ আর বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নপূরণের অগ্রপথিকদের পথ হারানোর ভয় কিনা পুরষ্কারের প্রলোভনে!

https://p.dw.com/p/3Xl9z
ছবি: AFP/M. Spatari

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর অনুমেয় উচ্ছাসের ঢেউ মানচিত্রজুড়ে৷ অবধারিত পার্শ্চপ্রতিক্রিয়ায় ক্রিকেটারদের গণসংবর্ধনা, আর্থিক প্রণোদনা, এমনকি সংসদে জমি উপহার দেয়া নিয়ে পর্যন্ত হয় আলোচনা৷ ১৭-১৮-১৯ বছরের বিজয়ী বীররা এতে কক্ষচ্যূত-লক্ষচ্যূত হবেন কিনা, সে প্রশ্নটি আশঙ্কার ছোট্ট বিন্দু থেকে আতঙ্কের বিশালাকার নিয়ে ফুলেফেঁপে উঠছে ক্রমশ৷

দীর্ঘ এক জীবন ক্রিকেটের সঙ্গে কাটিয়ে দেয়া জালাল আহমেদ চৌধুরী পুরষ্কারে দোষ খুঁজে পান না৷ এ ক্রিকেট কোচ ও বিশ্লেষক বরং খুঁজতে আগ্রহী পরিমিতিবোধ, ‘‘এটি তো সংস্কৃতি হয়ে গেছে যে, কোনো অর্জনে আমরা তাঁদের পুরস্কৃত করি৷ সে ধারাবাহিকতায় এবারও কোনো ক্ষতি হবে আমার কাছে মনে হয় না৷ তবে এতে পরিমিতিবোধ চাই৷ আমি পরিমাণের কথা বলছি না; বলছি উচ্ছাসের পরিমিতিবোধের কথা৷ কারণ অনূর্ধ্ব-১৯ পর্যায়েই তো জীবন শেষ না৷ এটিকে পুঁজি করে ভবিষ্যতকে আরো শক্ত করতে হবে৷ সেজন্য প্রতিটি ধাপেই সুপরিকল্পিত চিন্তাভাবনা থাকা উচিত৷’’

জালাল আহমেদ চৌধুরী

অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে মাতামাতি হচ্ছে, লাফালাফি হচ্ছে৷ সত্তরের সচেতন চোখে সেটি বেখাপ্পা লাগে না জালালের কাছে৷ তবে ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সচেতন হবার তাগিদ দেন ঠিকই, ‘‘এখন এদের পুরষ্কার দেবে, এটি খুব স্বাভাবিক৷ কারণ বিশ্বকাপ জয়ের মতো কিছু আমাদের আগে হয়নি৷ উচ্ছাসটা থাকবেই৷ এখন এ ক্রিকেটাররা অর্থকে নানাভাবে ব্যবহার করতে পারে৷ অর্থকে আরো অর্থ পাবার জন্য বিনিয়োগ করতে পারে৷ আবার যে কাজটি তাকে এ অর্থ এনে দিল, সে কাজটির প্রতিও যত্নবান করতে পারে৷ ওরা যেন মৌলিক বিষয় থেকে বিচ্যুত না হয়, সেদিকে ক্রিকেটের অভিভাবক সংস্থার দৃষ্টি রাখা উচিত৷’’

বিশ্বজয়ের অর্জনে ক্রিকেটারদের বৈষয়িক প্রাপ্তির ভিন্ন এক মানেও খুঁজে পান এ ক্রিকেট বিশ্লেষক৷ প্রজন্মের মালা গাঁথেন তিনি এভাবে, ‘‘আগের প্রজেন্মর খেলোয়াড়রা তো কিছুই পায়নি৷ সে প্রজন্মগুলোর পাওনা যদি ওরা আদায় করতে পারে, মন্দ কী! পাক, পয়সাকড়ি আরো পাক৷ কিন্তু সে পয়সাকড়ি যেন ওদের ক্রিকেটচর্চাকে আরো বেগবান করে এবং তা দেখে পরবর্তীতে যারা খেলায় আসবে তাদের যেন আকৃষ্ট করে৷’’ 

তেমনই এক পূর্বপ্রজন্মের প্রতিনিধি নাফীস ইকবাল৷ দুটো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তিনি খেলেছেন৷ কিন্তু সাফল্যের সোনালি সূর্যটা ছিনিয়ে আনতে পারেননি৷ উত্তরসূরীদের অর্জন তাঁর কাছে তাই ধরা দেয় স্বপ্নপূরণের অনুভূতি নিয়ে, ‘‘আমি ২০০২ এবং ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি৷ এর আগেও যাঁরা খেলেছেন, দেশের জন্য মাইলফলক কোনো সাফল্য আনতে চেয়েছেন৷ আমিও চেয়েছিলাম৷ কিন্তু  আমাদের সময়ের ক্রিকেট পর্যায়, সুবিধা, মানসিকতা সব ছিল ভিন্ন৷ ২০০৬ সালের তামিমদের সময় থেকে তা বদলে গেছে৷ এরপর সব সময় আশাবাদী ছিলাম যে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিততে পারব৷ সেটি হয়নি৷ এবার তা হওয়ায় স্বপ্নপূরণের মতো ব্যাপার৷ এটিকে আমি মনে করি, এ বিশ্বকাপ জয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অর্জন৷’’

সে অর্জনে উৎসবের রঙ ছড়াবে, উদযাপনের আলোয় ভরে উঠবে সেটি স্বাভাবিক মনে হচ্ছে নাফীসের কাছে৷ তাতে আকবর-রাকিবুল-শরিফুলদের পা হড়কানোর আশঙ্কা দেখছেন না খুব, ‘‘ওরা অনেক বড় অর্জন নিয়ে এসেছে৷ উদযাপন-উপভোগের হক ওদের রয়েছে৷ এই দলের অধিনায়ক এবং আরো কয়েকজনের সাক্ষাৎকার দেখেছি৷ আমার মনে হয়েছে, এই ছেলেগুলো অনেক পরিণত৷ ওরা জানে, নিজেদের লক্ষ্য কী! সবাই তো এরপর ‘এ' দল, জাতীয় দলে খেলতে চাইবে৷ উল্লাস হবে, উৎসবের আমেজ হবে৷ ওদের ওরা এত পেশাদার যে, এর সঙ্গে ঠিকই মানিয়ে নেবে৷’’

নাফীস ইকবাল

অনূর্ধ্ব-১৯ তো একটি ধাপ মাত্র৷ আর ক্রিকেটার মাত্রই সবচেয়ে বড় স্বপ্ন দেখেন, জাতীয় দলে খেলার৷ যুব বিশ্বকাপ জয়ে উপচে পড়া পুরষ্কারও তা ফিকে করে দিতে পারবে না বলেই সাবেক এই ব্যাটসম্যান নাফীসের বিশ্বাস, ‘‘অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা উৎসব শেষে আবার খেলায় ফিরবে৷ ওদের পা মাটিতেই থাকবে৷ এবং সত্যিকারের যে স্বপ্ন, তা পূরণের চেষ্টা করবে৷ এই উদযাপন ওদের প্রাপ্য৷ আমার কোনো ভয় নেই যে, এটির পর ওরা বিগড়ে যাবে৷’’

আরেক সাবেক ক্রিকেটার তারেক আজিজের মনের গহীনে কিন্তু ভয়ের সে চোরাস্রোত বইছে৷ পুরষ্কার-পুরষ্কারে খেলোয়াড়দের অতি মূল্যায়ন নিয়ে চিন্তিত তিনি, ‘‘ধরুন আমি আইফোনের যোগ্য না৷ কিন্তু আমার হাতে আপনি আইফোন ধরিয়ে দিলেন৷ তাহলে এর ব্যবহারের ইতিবাচক-নেতিবাচক দিকটা তো ভেবে দেখতে হবে৷ আমরা যেন তাই এ ক্রিকেটারদের অতি মূল্যায়ন না করি৷ কোনো সন্দেহ নেই, এ বিশ্বকাপ জয় আমাদের ক্রিকেটের সেরা অর্জন৷ কিন্তু এটিকে যদি অতি মূল্যায়ন করি এবং তাতে মূল জায়গা ক্রিকেটে যদি ক্রিকেটাররা মনোযোগ রাখতে না পারেন, তাহলে তা বুমেরাং হতে পারে৷ অতীতে আমরা তা দেখেছি৷’’

পুরস্কারকে তিরষ্কার করছেন না তারেক৷ তবে তা যেন ক্রিকেটে ক্ষতি না করে, সেদিকে নজরের আকুতি সাবেক এই পেসারের, ‘‘পুরস্কার দেয়া দোষের কিছু না৷ যে কোনো পুরস্কারই কাজে গতি আনে৷ কিন্তু মিডিয়া, বোর্ড, সাধারণ মানুষ, ক্রিকেট সংশ্লিষ্ট লোকজন মিলে যেন এ ছেলেগুলোর মূল মনোযোগ নাড়িয়ে না দেয়৷ দামী বাড়ি-গাড়ি, ফোন যেন ওদের ক্রিকেটে ক্ষতি না করে৷ আর এ বিষয়ে ক্রিকেটারকেই সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে৷’’

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এমন সাফল্যশিখর আগে স্পর্শ করেনি বাংলাদেশ৷ এমন পুরষ্কারের ডালিও সাজনো ছিল না কখনো৷ তবু এখান থেকে টুপটাপ ঝরে গেছে কত প্রতিশ্রুতিশীল! পথ হারিয়েছে কত কত প্রতিভা!

পুরস্কারের শঙ্কাটা তো সেখানেই পরিষ্কার৷ প্রণোদনার বদলে সেটি না প্রলোভনের ফাঁদ হয়ে যায়!   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য