1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশসুইডেন

​​​​​​​পুলিশের নির্দেশ না মানায় গ্রেটা টুনব্যার্গের জরিমানা

৯ মে ২০২৪

সংসদের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় ‘ফ্রাইডেজ ফর ফিউচার' আন্দোলনের অ্যাক্টিভিষ্ট গ্রেটা টুনব্যার্গকে জরিমানা করেছে সুইডেনের আদালত৷

https://p.dw.com/p/4ffMQ
জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ
জলবায়ু বিষয়ক বিক্ষোভ সমাবেশে আইন অমান্য করার জন্য এর আগেও গ্রেটা থুনবার্গের দুবার জরিমানা হয়েছেছবি: Lucy North/empics/picture alliance

বুধবার সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা টুনব্যার্গকে স্টকহোমের একটি আদালত ৬,০০০ সুইডিশ ক্রাউন (৫৫০ ডলার / ৫১২ ইউরো) জরিমানা পরিশোধ করার নির্দেশ দেয়৷

গত মার্চে পুলিশের আদেশ অমান্য করে জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপের দাবিতে সুইডেনের সংসদের সামনে দুটি বিক্ষোভ সমাবেশ করায় গ্রেটা টুনব্যার্গের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল৷ 

আদালতে থুনবার্গের বক্তব্য

গ্রেটার বিরুদ্ধে নাগরিক আইন অমান্য করার দুটি অভিযোগ আনা হয়েছিল৷ কিন্তু আদালতে তিনি সেসব অভিযোগ অস্বীকার করেন৷

আদলতে গ্রেটা বলেন, ‘‘জলবায়ুর জরুরি অবস্থা চলছিল, যা এখনও চলমান৷ জরুরি পরিস্থিতিতে আমাদের সবারই কিছু দায়িত্ব রয়েছে৷''  তাই পুলিশের নিষেধ অমান্য করে সমাবেশ করেছেন বলে দাবি তার৷   

আদালত থেকে বেরিয়ে ২১ বছর বয়সি গ্রেটা বলেন, ‘‘বর্তমান আইনগুলো প্রাণ প্রকৃতিকে রক্ষা করার পরিবর্তে ধ্বংসাত্মক শিল্পগুলোকে রক্ষা করছে৷ আমাদের সকলেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে৷'' 

কী ঘটেছিল মার্চের বিক্ষোভে?

গ্রেটা টুনব্যার্গ মার্চে দিনব্যাপী কয়েকটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন৷ এ কারণে স্টকহোমে সংসদ ভবনে প্রবেশের মূল রাস্তা দিয়ে যাতায়াত বেশ কয়েকবার ব্যাহত হয়৷

এলাকা ছেড়ে যেতে অস্বীকার করলে ১২ ও ১৪ মার্চ পুলিশ গ্রেটা টুনব্যার্গকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়৷ কিন্তু তিনি আবার ফিরে বিক্ষোভ শুরু করেন৷

রাজনীতিবিদদের সেই পরিস্থিতিতে বিকল্প রাস্তা দিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে হয়৷

জলবায়ু বিষয়ক বিক্ষোভ সমাবেশে আইন অমান্য করার জন্য এর আগেও গ্রেটা টুনব্যার্গের দুবার জরিমানা হয়েছে৷

২০১৮ সালের আগস্ট মাসে মাত্র ১৫ বছর বয়সে টুনব্যার্গ সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে ‘ফ্রাইডেজ ফর ফিউচার' আন্দোলন শুরু করেন৷ বর্তমানে বিশ্বজুড়ে লাখ লাখ স্কুলপড়ুয়া শিক্ষার্থী তাকে অনুসরণ করছে৷ 

এসএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান