আটক সেনা কর্মকর্তাদের ধর্ষণ?
২৫ জুলাই ২০১৬তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর আটক হওয়া ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের কেউ কেউ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ আংকারার দুই আইনজীবীর বরাত দিয়ে এই অভিযোগ করছে সংস্থাটি৷
আটককৃতদের অনেককে ৪৮ ঘণ্টা পর্যন্ত খাবার, পানি ও চিকিৎসা সুবিধা দেয়া থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছে মানবাধিকার বিষয় নিয়ে কাজ করা আন্তর্জাতিক এই সংস্থাটি৷
আইনজীবী, চিকিৎসক ও আটক কেন্দ্রে দায়িত্ব পালন করা এক কর্মীর সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে অ্যামনেস্টি৷ আটককৃতদের হয়ে কাজ করছেন এমন দুই আইনজীবী অ্যামনেস্টিকে জানিয়েছেন, পুলিশ সদস্যরা ছোট লাঠি বা আঙুল দিয়ে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের ধর্ষণ করছে, এমন দৃশ্য তাঁরা দেখেছেন বলে আটক হওয়ারা ঐ দুই আইনজীবীকে জানিয়েছেন৷
এদিকে, ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে৷ এর আওতায় শনিবার সরকারের এক ডিক্রিতে আটককৃতদের বিনা অভিযোগে আটকে রাখার সময়সীমা চারদিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে৷ অ্যামনেস্টি পদক্ষেপেরও সমালোচনা করেছে৷
সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
তুরস্কে ইতিমধ্যে প্রায় ১৩ হাজার সেনা সদস্য, পুলিশ, বিচার বিভাগের কর্মকর্তা ও সাধারণ জনগণকে আটক করা হয়েছে৷ সোমবার ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷ তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে৷ এঁদের মধ্যে আছেন নাজলি ইলিচাক৷ ২০১৩ সালে দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ থাকা মন্ত্রীদের সমালোচনা করায় সরকারপন্থি একটি পত্রিকা থেকে তাঁকে চাকুরিচ্যুত করা হয়েছিল৷
ইইউ-র সদস্য?
তুরস্কে এখন যে অবস্থা চলছে তাতে দেশটির শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুংকার৷ তুরস্ক যদি আবার মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে তাহলে তখনই তুরস্কের সঙ্গে সব ধরণের আলোচনা বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি৷
সবদল একসঙ্গে
রবিবার ইস্তান্বুলের তাকসিম চত্বরে অভ্যুত্থান চেষ্টার প্রতিবাদে সমাবেশ হয়েছে৷ দেশটির সবচেয়ে বড় বিরোধী গোষ্ঠীর ডাকা এই সমাবেশে সব দলের কর্মীরা অংশ নিয়েছেন৷ সমাবেশ আয়োজনকারী দল সিএইচপির নেতা কেমাল কিলিচদারুগলো অভ্যুত্থান চেষ্টার বিরুদ্ধে পুরো দেশের এক হওয়ার বিষয়টির প্রশংসা করেছেন৷ অভ্যুত্থান করার চেষ্টাকারীদের আইন অনুযায়ী শাস্তি দেয়ার দাবি জানিয়ে তিনি তাঁদের নির্যাতন না করতে সরকারকে সতর্ক করে দিয়েছেন৷
জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)