1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সমীর কুমার দে, ঢাকা৭ মে ২০১৩

হেফাজতে ইসলামের পরপর দু’দিনের সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ১৬টি৷ এর মধ্যে পুলিশ বাদি হয়ে পাঁচটি মামলা করেছে, যাতে হেফাজতের শীর্ষ নেতাদের আসামী করা হলেও প্রধান ব্যক্তি সংগঠনের আমির আল্লামা আহমদ শফিকে আসামী করা হয়নি৷

https://p.dw.com/p/18TVo
ছবি: Reuters

এ কারণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, আহমদ শফির নির্দেশেই হেফাজতের নেতা-কর্মীরা তাণ্ডবলীলা চালিয়েছে৷ তিনি এই সংগঠনের প্রধান৷ তাই তাঁকেই প্রধান আসামী করা উচিত ছিল৷ তাঁকে আসামী না করায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইমরান এইচ সরকার বলেন, অবশ্যই তাঁকে প্রধান আসামী করতে হবে এবং গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে হবে৷

ডা. ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক হিসেবে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হেফাজতের নেতারা৷ কিন্তু তাঁর কোনো ব্লগে ধর্ম নিয়ে কোনো লেখাই নেই৷ এ দাবিও কেউ এখনও করতে পারেনি৷ তাঁর শুধু ‘অপরাধ' গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দেয়া, যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করা৷ তাদের এই ধরনের দাবির মুখে ডা. ইমরান বলেন, হেফাজত আমির তাহলে কেন আসামী হবেন না? কেন তাঁকে গ্রেপ্তার করা হবে না?

ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ঘটনাস্থলে আহমদ শফি ছিলেন না৷ তাই তাঁকে কোনো মামলায় আসামী করা হয়নি৷ যাঁরা ঘটনাস্থলে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাণ্ডব চালিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের পর যদি আহমদ শফির নাম আসে তাহলে তাঁকেও আসামী করা হবে৷ তিনি বলেন, যে মামলাগুলো এখন পর্যন্ত দায়ের করা হয়েছে ওই মামলাগুলোর জোরেসোরে তদন্ত চলছে৷ তদন্ত শেষ হলেই নিশ্চিত করে বলা যাবে কারা এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের সঙ্গে কারা জড়িত, আসল অপরাধী৷

এদিকে, হেফাজত ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁকে হত্যা মামলাসহ কয়েকটি মামলার প্রধান আসামী করা হয়েছে৷ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ৷ আদালত নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন৷ মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান বাবুনগরীকে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের এই আবেদন করেন৷ ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া রিমান্ড মঞ্জুর করেন৷

প্রসঙ্গত, রবিবার মতিঝিলে সমাবেশ চলাকালে হেফাজতে ইসলামের কর্মীরা পল্টন, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়৷ পরদিন রবিবার রাতে রাজধানীর পুরনো ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পাশ থেকে বাবুনগরীকে আটক করে লালবাগ থানা পুলিশ৷ এরপর তাঁকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়৷ বাবুনগরী চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল আলম মাদ্রাসার মুহাদ্দিস৷ ওই মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফী হেফাজতের আমির৷

ওদিকে, হেফাজতে ইসলামের ৪০ জন কর্মীকে দুই দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ৷ ঢাকা মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন মঙ্গলবার এই রিমান্ডের আদেশ দেন৷ ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে হেফাজতের ২০ জন কর্মীর সাত দিন করে রিমান্ড চায় রমনা থানার পুলিশ৷ একই ধারায় অন্য ২০ জনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে শাহবাগ থানার পুলিশ৷ শুনানি শেষে ৪০ জনের প্রত্যেকের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত৷ গত রবিবার দিনে ও রাতে হেফাজতের এই কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য