1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোপের বক্তব্যে সন্তুষ্ট নন যৌন নিপীড়নের শিকাররা

২৫ ফেব্রুয়ারি ২০১৯

ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন বিষয়ক সম্মেলনের শেষ দিনে গির্জায় শিশুদের যৌন নিপীড়নের বিষয়ে কঠোর হতে বলেছেন পোপ ফ্রান্সিস৷ তবে পোপ কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা৷

https://p.dw.com/p/3E346
Vatikan-Missbrauchskonferenz Papst Franziskus
ছবি: AP

রবিবার সম্মেলনের শেষ দিনে পোপ বলেন, গির্জায় যৌন নিপীড়নের প্রতিটি ঘটনার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে৷ যৌন নিপীড়নের সাথে জড়িত থাকা পাদ্রীদের ‘শয়তান' উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সমাজেই শিশুদের যৌন নিপীড়নের ঘটনা ঘটতো৷ শিশুদেরকে ‘হিংস্র হায়েনার' হাত থেকে রক্ষা করতে হবে মন্তব্য করে তিনি বলেন, যৌন নিপীড়নকারী এই ‘শয়তানদের মোকাবেলা করা হবে'৷ ‘‘শিশুদের যৌন নীপিড়নের হাত থেকে বাঁচাতে আমি সবাইকে কাজ করার জন্য আন্তরিক আহ্বান জানাই,'' বলেন পোপ৷

সারা বিশ্ব থেকে ১৯০ জন গির্জা প্রধান, ১১৪ জন বিশপ, ১০ জন নারী প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন৷ ক্যাথলিক গির্জায় পাদ্রীদের দ্বারা শিশুদের যৌন নিপীড়নের এ ঘটনা অস্ট্রেলিয়া, অ্যামেরিকা, চিলি, জার্মানিসহ সারা বিশ্বে আলোচিত হয়েছে৷

সম্মেলনে অংশগ্রহণকারী গির্জা প্রধান ও বিশপরা বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিদের কাছ থেকে নিপীড়ত হওয়ার ঘটনা শোনেন৷

পোপের বক্তব্য বকবকানি!

সম্মেলনে অংশগ্রহণকারী যৌন নিপীড়নের শিকার ব্যক্তিরা যৌন নির্যাতন ঠেকাতে পোপ কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেননি বলে নিন্দা জানান৷ জ্য-মারি ফুরব্রিংগার নামে নিপীড়নের শিকার সুইজারল্যান্ডের এক ব্যক্তি বলেন,পোপ তাঁর বক্তৃতায় শয়তানদের বিষয়ে বলেছেন৷ পোপের বক্তৃতাকে ‘বকবকানি' বলে মন্তব্য করেন তিনি৷

পিটার সন্ড্রেস নামে নিপীড়নের শিকার যুক্তরাজ্যের আরেক ব্যক্তি বলেন, ‘‘তিনি (পোপ) শয়তানদের বিষয়ে কথা বলেছেন, কিন্তু যৌন নিপীড়নকারীদের গির্জা থেকে চিরতরে বহিষ্কার করার বিষয়ে কোনো কথা বলেননি৷'' 

ফ্রান্সেস্কো জানার্ডি নামে ইটালীয় এক ব্যক্তি বলেন, ‘‘ভ্যাটিকান মানুষের আস্থা হারিয়ে ফেলেছে৷ আমরা পোপের কাছ থেকে এ বিষয়ে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে চেয়েছিলাম৷ এ ঘটনার সাথে সংশ্লিষ্ট বিশপদের ও তাঁদের যারা বাঁচাতে চেয়েছেন তাঁদের নাম প্রকাশ হোক, আমরা এটা দেখতে চেয়েছিলাম,'' বলেন তিনি৷ পোপের বক্তব্যে ক্ষোভ প্রকাশ তিনি বলেন, তাঁরা এ বিষয়ক তথ্য প্রকাশ করার বদলে এগুলো ধংস করে ফেলেছে৷

আরআর/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান