1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোলিও নির্মূলে গেটস ফাউন্ডেশন

২৯ এপ্রিল ২০১৩

গোটা বিশ্ব থেকে পোলিও নির্মূলে আরো ১.৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে গেটস ফাউন্ডেশন৷ আবু ধাবিতে বৃহস্পতিবার এক বৈঠকে একথা বলেন বিল গেটস৷

https://p.dw.com/p/18ODi
ছবি: Paul J. Richards/Getty Images

আবু ধাবিতে অনুষ্ঠিত বৈশ্বিক ভ্যাকসিন সামিটে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, ‘‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গোটা বিশ্ব থেকে পোলিও নির্মূল করতে যে অর্থের প্রয়োজন হবে তার এক তৃতীয়াংশ আমাদের ফাউন্ডেশন থেকে দেওয়া হবে৷''

সামিটে অংশ নেওয়া অন্যরাও বৈশ্বিক পোলিও তহবিলে অর্থ যোগানের ঘোষণা করেছে৷ ব্রিটেন এই তহবিলে দেবে ৪৫৭ মিলিয়ন ডলার৷ ক্যানাডা ও নরওয়ে দিচ্ছে যথাক্রমে ২৫০ এবং ২৪০ মিলিয়ন মার্কিন ডলার৷

Symbolbild Weltgesundheitstag Jedes vierte Baby nicht ausreichend geimpft
পোলিও নির্মূল প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের এক তৃতীয়াংশই দিচ্ছে গেটস ফাউন্ডেশনছবি: picture-alliance/dpa

আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এই তহবিলে ১২০ মিলিয়ন মার্কিন ডলার দানের ঘোষণা দিয়েছেন৷ আর জার্মানি আগেই ১০০ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছিল৷ আবু ধাবি সামিটে আরো একই পরিমাণ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে জার্মানি৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ১৯৮৮ সালে গোটা বিশ্বে পোলিও আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার৷ ২০১২ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২৩৷ পোলিও নির্মূলে জাতিসংঘ উদ্যোগ গ্রহণের পর পোলিও আক্রান্তের এই হার ব্যাপক কমে গেছে৷

তবে পোলিও পুরোপুরি নিমূর্ল হয়নি এখনো৷ বিশ্বের তিনটি দেশকে এখনো পোলিও কবলিত হিসেবে বিবেচনা করা হচ্ছে৷ এসব দেশ হচ্ছে নাইজেরিয়া, আফগানিস্তান এবং পাকিস্তান৷

Nigeria Impfung Kinder Kind
বিশ্বের তিনটি দেশকে এখনো পোলিও কবলিত হিসেবে বিবেচনা করা হচ্ছে - নাইজেরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানছবি: AFP/Getty Images

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে উগ্র-ইসলামপন্থীদের দাপটের কারণে পোলিও নির্মূল কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে৷ গত ফেব্রুয়ারি মাসে সেদেশে দু'টি টিকাদান কেন্দ্রের উপরে হামলায় দশ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ এছাড়া গত ডিসেম্বর থেকে পাকিস্তানে একই ধরনের হামলায় প্রাণ হারিয়েছে ২০ ব্যক্তি৷

এদিকে, মেডিসিন সানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) পোলিও টিকার উচ্চমূল্যের সমালোচনা করেছে৷ সংগঠনটি মনে করে, পোলিও টিকার দাম বেশি হওয়ায় ভবিষ্যতে হয়ত উন্নয়নশীল দেশগুলো সব শিশুকে টিকা দিতে পারবে না৷

এমএসএফ-এর ‘এক্সেস ক্যাম্পেইন' বিভাগের নির্বাহী পরিচালক ড. মনিকা বালাসেগেরাম এই বিষয়ে বলেন, ‘‘গত এক দশকে পোলিও টিকার দাম বেড়েছে ২,৭০০ শতাংশ৷ ফলে একটি শিশুকে টিকা দিতে এখন অনেক অর্থ খরচ হয়৷ বিষয়টির দিকে দ্রুত নজর দিতে হবে৷''

এআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য