পোলিও নির্মূলে গেটস ফাউন্ডেশন
২৯ এপ্রিল ২০১৩আবু ধাবিতে অনুষ্ঠিত বৈশ্বিক ভ্যাকসিন সামিটে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, ‘‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গোটা বিশ্ব থেকে পোলিও নির্মূল করতে যে অর্থের প্রয়োজন হবে তার এক তৃতীয়াংশ আমাদের ফাউন্ডেশন থেকে দেওয়া হবে৷''
সামিটে অংশ নেওয়া অন্যরাও বৈশ্বিক পোলিও তহবিলে অর্থ যোগানের ঘোষণা করেছে৷ ব্রিটেন এই তহবিলে দেবে ৪৫৭ মিলিয়ন ডলার৷ ক্যানাডা ও নরওয়ে দিচ্ছে যথাক্রমে ২৫০ এবং ২৪০ মিলিয়ন মার্কিন ডলার৷
আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এই তহবিলে ১২০ মিলিয়ন মার্কিন ডলার দানের ঘোষণা দিয়েছেন৷ আর জার্মানি আগেই ১০০ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছিল৷ আবু ধাবি সামিটে আরো একই পরিমাণ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে জার্মানি৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, ১৯৮৮ সালে গোটা বিশ্বে পোলিও আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার৷ ২০১২ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২৩৷ পোলিও নির্মূলে জাতিসংঘ উদ্যোগ গ্রহণের পর পোলিও আক্রান্তের এই হার ব্যাপক কমে গেছে৷
তবে পোলিও পুরোপুরি নিমূর্ল হয়নি এখনো৷ বিশ্বের তিনটি দেশকে এখনো পোলিও কবলিত হিসেবে বিবেচনা করা হচ্ছে৷ এসব দেশ হচ্ছে নাইজেরিয়া, আফগানিস্তান এবং পাকিস্তান৷
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে উগ্র-ইসলামপন্থীদের দাপটের কারণে পোলিও নির্মূল কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে৷ গত ফেব্রুয়ারি মাসে সেদেশে দু'টি টিকাদান কেন্দ্রের উপরে হামলায় দশ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ এছাড়া গত ডিসেম্বর থেকে পাকিস্তানে একই ধরনের হামলায় প্রাণ হারিয়েছে ২০ ব্যক্তি৷
এদিকে, মেডিসিন সানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) পোলিও টিকার উচ্চমূল্যের সমালোচনা করেছে৷ সংগঠনটি মনে করে, পোলিও টিকার দাম বেশি হওয়ায় ভবিষ্যতে হয়ত উন্নয়নশীল দেশগুলো সব শিশুকে টিকা দিতে পারবে না৷
এমএসএফ-এর ‘এক্সেস ক্যাম্পেইন' বিভাগের নির্বাহী পরিচালক ড. মনিকা বালাসেগেরাম এই বিষয়ে বলেন, ‘‘গত এক দশকে পোলিও টিকার দাম বেড়েছে ২,৭০০ শতাংশ৷ ফলে একটি শিশুকে টিকা দিতে এখন অনেক অর্থ খরচ হয়৷ বিষয়টির দিকে দ্রুত নজর দিতে হবে৷''
এআই/ডিজি (এএফপি)