প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে হংকংয়ে বিক্ষোভ, সংঘর্ষ
১২ জুন ২০১৯৯ জুন বন্দি প্রত্যর্পণ বিল প্রস্তাব করার পর থেকেই হংকংয়ে বিক্ষোভ শুরু হয়৷ চীনের প্রস্তাব করা এ বিলটি নিয়ে বুধবার সকালে সংসদে বিতর্ক হওয়ার কথা৷ এ কারণে মঙ্গলবার রাতেই বিক্ষোভকারীরা আবার রাস্তায় নেমে আসে৷ বুধবার সকাল থেকে তারা সরকারি অফিসে যাওয়ার প্রধান সড়কগুলো কার্যত বন্ধ করে দেয়৷
পরে সংসদের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়৷বিক্ষোভকারীরা পুলিশের দিকে প্লাস্টিকের বোতল ছুড়তে শুরু করে৷ পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরা ছুটোছুটি শুরু করে৷ এ সময় আশপাশের দোকানপাটের শাটার দ্রুত নামিয়ে দিতে দেখা যায়৷
হংকংয়ের পুলিশ প্রধান স্টিফেন লো বলেছেন, ‘‘বিক্ষোভকারীদের সহিংসতা থামাতেই হবে৷'' এ সময় সাধারণ মানুষের প্রতি ‘দাঙ্গা পরিস্থিতি' থেকে দূরে থাকার আহ্বানও জানান তিনি৷
চীনের প্রস্তাব করা বিলটি নিয়ে বুধবার দ্বিতীয় দফা বিতর্কের জন্য সংসদ অধিবেশন বসার কথা থাকলেও হংকংয়ের আইন পরিষদ (লেগকো) এক বিবৃতির মাধ্যমে তা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দিয়েছে৷ বিবৃতিতে বলা হয়, অধিবেশনটি পরে কোনো এক সময় অনুষ্ঠিত হবে৷
গতবছর হংকংয়ের এক ব্যক্তির বিরুদ্ধে তাইওয়ানে ছুটি কাটানোর সময় অন্তঃসত্ত্বা বান্ধবীকে হত্যার অভিয়োগ ওঠে৷ কিন্তু তাইওয়ানের সঙ্গে হংকংয়ের কোনো চুক্তি না থাকায় সেই ব্যক্তিকে এখন তাইপেতে বিচারের জন্য পাঠানো যাচ্ছে না৷ প্রস্তাবিত বিলে এমন সন্দেহভাজনদের ফেরত পাঠানোর পথ সুগম করা হয়েছে৷
চীন জানিয়েছে, বিলটি পাশ করার ব্যাপারে হংকং সরকারের প্রতি তাদের সমর্থন বজায় থাকবে৷ বুধবার চীনের মুখপাত্র গেং শুয়াং সংবাদ মাধ্যমকে এ কথা জানান৷ এ সময় হংকংয়ের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কভাবে কথা বলা এবং কাজ করার আহ্বানও জানান তিনি৷
এসিবি/এমকে (এএফপি, রয়টার্স)