1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলার চর্চা

১২ মে ২০১২

বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ফাহমিদা নবী৷ প্রায় তিন দশক ধরে বাংলা সংগীতের জগতে তাঁর সরব পদচারণা৷ সম্প্রতি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর বাংলার বর্ষবরণ উৎসবে আসেন ফাহমিদা নবী৷

https://p.dw.com/p/14qoz
Titel 1 : Berühmte Bangladeschiche Sängerin und Schauspielerin Fahmida Nobi in Frankfurt Bildunterschrift:  Berühmte Bangladeschiche Sängerin und Schauspielerin Fahmida Nobi in Frankfurt Text:  Berühmte Bangladeschiche Sängerin und Schauspielerin Fahmida Nobi in Frankfurt Bild: mamun Datum: 22.04.2012 zugeliefert von A H M Abdul Hai Eigentumsrecht: Mamun, Frankfurt, Germany
ছবি: Mamun

উৎসবের ফাঁকে ডয়চে ভেলের সাথে একান্ত আলাপচারিতায় যোগ দেন তিনি৷ প্রবাসী বাংলাদেশিদের বর্ষবরণ উৎসবে এসে কেমন লাগছে – এমন প্রশ্নের উত্তরে ফাহমিদা নবী বলেন, ‘‘খুবই ভালো৷ সবচেয়ে ভালো লাগছে আসলে দেশ সংস্কৃতি গোষ্ঠীর চিন্তা-চেতনা৷ বিদেশে যেসব শিশুরা বড় হচ্ছে তাদের বাংলা ভাষা শেখানো এবং চর্চার জন্য এখানে একটি বিদ্যালয় গড়ে তোলার উদ্যোগটি প্রশংসনীয়৷ এটা আসলে খুব আবেগপূর্ণ একটি বিষয়৷ খুব ভালো লেগেছে যে, আমরা বাংলাদেশে বসে বুঝতে পারি না, প্রবাসে যারা থাকে তারা বাংলা ভাষা, সাহিত্য ও সংগীতকে কীভাবে লালন করে৷ তারা আসলে বাংলা ভাষাকে অনেক বেশি ধারণ করে৷ বাংলা গান শোনে, বাংলা খাবার খায়, বাংলা পোশাক পরে৷ এভাবে বাংলার ঐতিহ্য মনে-প্রাণে লালন করে৷''

International Mother Language Day is an observance held annually on 21 February worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. It was first announced by UNESCO on 17 November 1999. *** DW Bengali service colleagues took these photos for online use, February 2011
ছবি: DW

সাম্প্রতিক সময়ে নিজের কাজ এবং অদূর ভবিষ্যতে যা কিছু উপহার দিতে যাচ্ছেন, সেসম্পর্কে ফাহমিদা নবী বলেন, ‘‘এখন আমি একটি অ্যালবামের কাজ করছি৷ এটির নাম ‘আমি পাল্টে যাইনি'৷ আসলে তরুণ প্রজন্ম আমার গান একটু বেশি পছন্দ করে৷ আর এটা আমার চিন্তার জায়গাকে অনেক বেশি প্রসারিত করে এবং দায়বদ্ধতা বাড়িয়ে দেয়৷ তাই তরুণ প্রজন্মকে ধরে রাখার জন্য এবং তাদের উপকার হয় এমন কিছু গান করছি৷ পাশাপাশি আমি সমাজে সচেতনতা সৃষ্টির জন্য কিছু কাজ করছি৷ যেমন এইচআইভি/এইডস, মাদক, নারী নির্যাতন, শিশুশ্রম – এসব বিষয়ে সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছি৷''

এখন পর্যন্ত বাংলা সংগীত জগত কতটা সামনের দিকে এগিয়েছে এবং আরো উন্নতির জন্য কী করা উচিত - এ ব্যাপারে ফাহমিদা নবী বলেন, ‘‘আমি আসলে একটা স্বপ্ন নিয়ে কাজ করি যে, কীভাবে অতীতের সৌন্দর্যকে ধরে রাখবো৷ আমরা এই যে, প্রায় ৪০ বছরের স্বাধীন দেশে যেসব শ্রেষ্ঠ সময় পেয়েছি সেগুলোকে নিয়েই কাজ করতে চাই, খারাপ কিছু নিয়ে চিন্তা করতে চাই না৷ বরং ভালো দিকগুলোকে নিয়ে এগিয়ে যেতে চাই৷ যেমন একটি সুন্দর ফুলের সামনে আগাছা থাকে৷ কিন্তু সেসব আগাছা সরিয়েই সুন্দর ফুলটিকে পেতে হয়৷ তাই আমি মনে করি আমাদের ঐতিহ্য রবীন্দ্র, নজরুলসহ পঞ্চকবির গানগুলোসহ ভালো ভালো কাজগুলো আমাদের তরুণ প্রজন্মের কাছে আরো বেশি করে তুলে ধরতে পারলে আমাদের বাংলা সংস্কৃতি অনন্য হয়ে উঠবে৷''

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য