প্রাইভেট স্কুলের মাত্রাধিক ভর্তি ফি নিয়ে ক্ষোভ
৭ জানুয়ারি ২০১২ঢাকার বেসরকারি স্কুলে ভর্তি ফি ৫০০০ টাকার বেশি হতে পারবেনা৷ এটা সরকারের নির্দেশ৷ আর আসনের বেশি ছাত্র ভর্তি করা যাবেনা৷ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আছে কোটা৷ কিন্তু এসবের কিছুই মানছেনা স্কুলগুলো৷ আর এনিয়ে গত সপ্তাহে রাজধানীর মনিপুর স্কুলের অভিভাকরা ব্যাপক বিক্ষোভ করেছেন৷ এ অবস্থায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিযোগের মুখে পড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন৷
তারপরও থামছেনা৷ আসনের অতিরিক্ত ভর্তি করে চলছে অর্থ আদায়৷ মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা না দেয়া আর অতিরিক্ত ভর্তি ফি আদায় চলছেই, অভিযোগ অভিভাবকদের৷
অভিযোগের জবাবে আইডিয়াল ইস্কুল ও কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, প্রভাবশালীদের চাপের কারণেই তারা আসনের চেয়ে বেশি ছাত্র ভর্তি করাতে বাধ্য হন৷ আর এই চাপ সরকারের লোকজনের কাছে থেকেই বেশি আসে৷
ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন মিটাতেই তারা অতিরিক্ত অর্থ নেন৷ সরকারি বরাদ্দে তাদের চলেনা৷
এবিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহমিদা খাতুন বলেন, অবশ্যই শিক্ষকদের ভাল বেতন দেয়া উচিত৷ তবে তা হতে হবে বাংলাদেশের অর্থনীতি বিবেচনা করে৷ কেউ এর মাধ্যমে কাঁড়ি কাঁড়ি টাকা আয়ের স্বপ্ন দেখতে পারেন না৷ তিনি বলেন, অবশ্যই ভর্তি বাণিজ্য বন্ধ করতে হবে৷ আর এই দুর্নীতি বন্ধে শিক্ষকদেরই মূল ভূমিকা পালন করতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক