1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্লেবয়' আবার নগ্ন ছবি ছাপবে

১৮ ফেব্রুয়ারি ২০১৭

বছর খানেক ধরে ‘শালীনতাপূর্ণ' ছবি প্রকাশের পর প্লেবয় ম্যাগাজিন তাদের নগ্নতা বর্জন নীতি পরিত্যাগ করেছে৷ তরুণ পাঠক-পাঠিকারা নাকি নগ্নতাই চান৷

https://p.dw.com/p/2Xk9U
ছবি: picture-alliance/dpa/G. Bond

টুইটার ও ফেসবুকে #নেকেডইজনর্মাল হ্যাশট্যাগ দিয়ে প্লেবয় গত সোমবার তাদের পুরনো নীতিতে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছে৷ প্রসঙ্গত, পত্রিকাটির মার্চ-এপ্রিলের সংস্করণ প্রকাশিত হয় ঐ সোমবারেই, তাতে ‘মিস মার্চ' এলিজাবেথ ইলম ও ‘মিস এপ্রিল' নিনা ডানিয়েল, উভয়কেই পুরোপুরি নগ্ন অবস্থায় দেখানো হয়েছে৷

ছয় দশক ধরে অনাবৃত মডেলদের ছবি ছাপার পর গত বছরের মার্চ মাস থেকে প্লেবয় পত্রিকা আবার ‘আব্রু' চালু করে৷ প্লেবয়ের বক্তব্য ছিল, অনলাইনে পর্নোগ্রাফি দেখা এতই সহজ হয়ে দাঁড়িয়েছে যে, প্লেবয়ের প্রথাগত নগ্নতা কিছুটা মান্ধাতার আমলের হয়ে পড়েছে৷

প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনারের ২৫ বছর বয়সি পুত্রসন্তান কুপার হেফনার পত্রিকাটির চিফ ক্রিয়েটিভ অফিসার৷ ‘‘নগ্নতা বর্জন ভুল ছিল'', বলে কুপার হেফনার সোমবার মন্তব্য করেন৷ ‘‘নগ্নতা কখনোই সমস্যা ছিল না, কেননা, নগ্নতা কোনো সমস্যা নয়,'' কুপার লেখেন৷ ‘‘আজ আমরা আমাদের সত্তাকে ফিরিয়ে আনছি এবং আমরা যা, তাকে পুনরুজ্জীবিত করছি৷''

২০১৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সংস্করণে সাবেক ‘বেওয়াচ' তারকা পামেলা অ্যান্ডারসনের নগ্ন ছবি ছাপা হয়৷ তারপর থেকে প্লেবয় নগ্নতা বর্জিত৷ বিগত কয়েক বছর ধরে পত্রিকাটির ব্যবসায়িক সাফল্য কমে আসছিল৷ ১৯৭৫ সালে প্লেবয় পত্রিকার বিক্রয়সংখ্যা ছিল ছাপ্পান্ন লাখ, হালে তা নেমে দাঁড়িয়েছে আট লাখে৷

নারীর সমানাধিকারের দাবি ও আন্দোলনের ফলে প্লেবয়ের আকর্ষণ কমেছে, এমনকি ভবিষ্যতেও তা প্লেবয়ের সাফল্যের পথে বাধা হয়ে থাকবে বলে অনেকে মনে করেন৷ #নেকেডইজনর্মাল হ্যাশট্যাগেই নগ্নতা বর্জন নীতি বর্জনের সমালোচনা করা হয়েছে৷ 

কুপার হেফনারের মতে, পত্রিকাটির মার্চ-এপ্রিল ইস্যু দেখাচ্ছে, ‘‘কিভাবে প্লেবয় ব্র্যান্ডটি আমার প্রজন্ম ও আগামী প্রজন্মের সঙ্গে যুক্ত হতে পারে''৷ গত গ্রীষ্মে কুপার প্লেবয় পত্রিকার চিফ ক্রিয়েটিভ অফিসার হিসেবে তাঁর ৯০ বছর বয়সি পিতার স্থলাভিষিক্ত হন৷

নগ্নতা বর্জনের ফলে প্লেবয় বেশ কিছু পাঠক হারিয়ে থাকতে পারে৷ তবে আসল কথা হলো, প্লেবয় পত্রিকার অনেক প্রকৃত গ্রাহকই আজ প্রবীণ৷ নতুন প্রজন্মের পাঠকদের আকর্ষণ করার জন্য প্লেবয়কে নতুন কিছু ভাবতে ও দিতে হবে৷

কেবিএম/এসি/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য