ভারতে নগ্নতা
৫ আগস্ট ২০১২ইতিমধ্যে তিনি ম্যাগাজিনের জন্য ছবি তোলার কাজ শেষ করেছেন৷ এবং তার কিছু অংশ টুইটারে প্রকাশ করেছেন৷ এ নিয়ে ভারতে এখন চলছে আলোচনা-সমালোচনা৷ চোপড়াকে উদ্দেশ্য করে একজন টুইটারে লিখেছেন, ‘‘প্লেবয়ের জন্য ছবি তুলে আপনি যদি নিজেকে গর্বিত মনে করেন তাহলে আপনার ‘স্ট্যান্ডার্ড' বা যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে৷'' আরেকজন লিখেছেন, সস্তা জনপ্রিয়তা পেতেই তিনি একাজ করেছেন৷
কিন্তু শেরলিন চোপড়ার এসবে কিছু যায় আসে না৷ তিনি নিজেকে ভারতে যৌন স্বাধীনতার একজন ‘পাইওনিয়ার' বা পথপ্রদর্শক মনে করছেন৷
উল্লেখ্য, ভারতে নগ্নতা বিষয়টিকে এখনো ‘ট্যাবু' হিসেবে দেখা হয়৷ এবং প্লেবয় সহ অন্যান্য নগ্ন ম্যাগাজিন বিক্রি ভারতে নিষিদ্ধ৷
খ্রিস্টান বাবা আর মুসলমান মায়ের ঘরে জন্ম নেয়া শেরলিন চোপড়া বলিউডের কয়েকটি ছবিতে অভিনয় করেছেন৷ তবে সেগুলো ততটা উল্লেখযোগ্য নয়৷ বলিউডের অভিনেত্রীর তালিকায় তাঁকে ‘বি' ক্যাটাগরিতেই ফেলা হয়৷
কিন্তু প্লেবয় ম্যাগাজিনের ওয়েবসাইটে চোপড়াকে ‘বলিউড কিংবদন্তী' হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে৷ এ বিষয়টা ভারতে ব্যঙ্গবিদ্রুপের জন্ম দিয়েছে৷ প্লেবয়ের জন্য ছবি তোলার আগ্রহ প্রকাশ করে চোপড়া নিজেই মেল করেছিলেন৷
জেডএইচ/আরআই (এএফপি)