‘ফাঁসি হবে না জানি, তারপরও আশাই রইলাম!’
২৮ অক্টোবর ২০১৪নিজামীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে৷ রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়৷
আহমেদ রশীদ সাহয়্যার ইন ব্লগে জামায়াত সম্পর্কে প্রধানমন্ত্রী শেথ হাসিনার মন্তব্য তুলে ধরেছেন৷ তিনি লিখেছেন,‘‘বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারাবদ্ধ৷ শেখ হাসিনা শনিবার সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে সেদেশের রাজধানী আবুধাবিতে ‘গাল্ফ নিউজ'-এর সঙ্গে এক একান্ত সাক্ষাতাকারে এই অভিমত ব্যক্ত করেন৷ ধর্মীয় উগ্রপন্থা প্রচারের জন্য অভিযুক্ত জামায়াতে ইসলামী সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘এ দলটি গত ৬০ বছরেও উপমহাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক সাফল্য অর্জন করতে পারেনি৷ আমি মনে করি না যে, জামায়াত কখনও বাংলাদেশের মাটিতে শক্ত হয়ে দাঁড়াতে পারবে এবং তারা আদৌ কোনো নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারবে বলে আমি মনে করি না৷'''
আহমদ জসিম একই ব্লগে লিখেছেন,‘‘সত্যিই বড় অদ্ভুত জাতি আমরা, খুনি গোলাম আযমের জানাজাতে দেখি লাখও মানুষের অংশগ্রহণ আর বিলাপ! মানুষের কমতি দেখি না, সাঈদীর চন্দ্রভ্রমণের মতো উদ্ভট গাঁজাখুরি গল্পের উন্মাদনায়৷ সত্যিই এই ৪৩ বছরে বুর্জোয়া শাসন আমাদের নীতি নৈতিকতা, যুক্তিবোধ এতটা ধ্বংস করেছে, আলো আর কালোর পার্থক্য টুকু পযর্ন্ত আমরা করতে পারি না৷''
টুইটারে রায়ের খবরটি বেশ কয়েকজন শেয়ার করেছেন৷
বাংলাদেশের দৈনিক পত্রিকা প্রথম আলো টুইটারে নিউজ দিয়েছে৷
টুইটারে রেজওয়ান লিখেছেন, গোলাম আযমের মৃত্যুর পর বাংলাদেশ আগের চেয়ে সুন্দর৷
প্রথমআলোর ফেসবুক পেজে খবরটি প্রকাশের পর কয়েকটি মন্তব্য উঠে এসেছে৷
জসীমউদ্দীন লিখেছেন, ‘‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই! ফাঁসি হবে না জানি, তারপর ও আশায় রইলাম!''
আলী রেজা রাব্বানী লিখেছেন, ‘‘আশা নয় বিশ্বাস মওলানা নিজামী নির্দোষ প্রমাণিত হবেন৷ কারণ একটা সময় ছিল যখন আওয়ামী নেতাদের কথা বিশ্বাস করে মরহুম গোলাম আযমদের কে রাজাকার মনে হতো৷ কিন্তু যখন দেখি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আওয়ামীরা বঙ্গবীর কাদের সিদ্দিকী, এমনকি মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকারকে রাজাকার বলে, তখন আওয়ামীদেরকে আর বিশ্বাস করা যায় না৷''
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: দেবারতি গুহ