ফুটবল বিশ্বকাপ ২০১৪
১৯ নভেম্বর ২০১৩বিশ্বকাপ প্লে-অফে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ৮২ মিনিটের মাথায় হেড করে পর্তুগালকে এক গোলে এগিয়ে দিয়েছেন বটে, কিন্তু সেকেন্ড লেগে স্লাটান ইব্রাহিমোভিচ তার সমুচিত জবাব দেবেন বলে সুইডেনের আশা৷
ফ্রান্সের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা: ইউক্রেনে গিয়ে ২-০ গোলে হেরে আসার পর কোচ দিদিয়ের দেশঁ-র দল স্টাড দ্য ফ্রঁস-এ ৩-০ গোলে জিততে পারবে কিনা, তা নিয়ে বাজি ধরতে বিশেষ কেউ রাজি নন৷ এমনকি ফরাসি দলে চলতি বছরের সেরা ইউরোপীয় ফুটবলার ফ্রংক রিবেরি থাকা সত্ত্বেও নয়৷
রোমানিয়া গ্রিসের মুখোমুখি হবে বুখারেস্টে৷ তারা ফার্স্ট লেগে পিরেউসে গিয়ে ৩-১ গোলে হেরে এসেছে বটে, কিন্তু একটি অ্যাওয়ে গোল হাতে থাকায় এখনও আশা করতে বাধা কি? আইসল্যান্ডও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফার্স্ট লেগে স্বদেশে ১-১ গোলে ড্র করার পর এবার জাগ্রেবে গিয়ে ১-১ গোলে ড্র করতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপে যেতে পারবে!
ইংল্যান্ড বনাম জার্মানিকে ‘ফ্রেন্ডলি' বলে কে?
মঙ্গলবারের ফ্রেন্ডলিগুলির মধ্যে ওয়েম্বলে-তে ইংল্যান্ড বনাম জার্মানি স্বভাবতই একটা ক্ল্যাসিক৷ ওদিকে ইংল্যান্ড গত শুক্রবারই অতিথিদেশ চিলির কাছে একটি ফ্রেন্ডলি-তে ২-০ গোলে হেরে বসে আছে৷ আরো ভাবা দরকার: ইংল্যান্ড শেষবার স্বদেশে জার্মানির বিরুদ্ধে জিতেছিল ১৯৭৫ সালে!
ইংল্যান্ডের ম্যানেজার রয় হজসন তো এবার জার্মান জাতীয় একাদশকে অন্যান্য দেশের পক্ষে প্রেরণার উৎস বলে অভিহিত করেছেন – বিশেষ করে জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ যেভাবে দলটির ‘‘যুবায়ন'' সম্পন্ন করেছেন, সে ব্যাপারে৷ হজসন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটকে বলেন: ‘‘জার্মান ফুটবল সমিতি জাতীয় দলের মুখাবয়ব বদলে এবং তরুণ প্লেয়ারদের উপর নির্ভর করে ও একটি শক্তিশালী খেলার ধরন চালু করে বিচক্ষণতার পরিচয় দিয়েছে, বলে আমার ধারণা৷''
অপরদিকে ল্যোভের প্রথম সমস্যা হলো, রেয়াল মাদ্রিদের স্ট্রাইকার সামি খেদিরা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে আগামী ছ'মাসের জন্য বাদ পড়ছেন৷ ল্যোভ স্বয়ং ক্যাপ্টেন ফিলিপ লাম, গোলরক্ষক মানুয়েল নয়ার এবং প্লেমেকার মেসুত ওয়েজিলকে রেস্ট দিচ্ছেন – অন্যান্য প্লেয়ারদের পিচে টেস্ট করাতে চান বলে৷ নয়ার না থাকার ফলে ডর্টমুন্ডের গোলকিপার রোমান ভাইডেনফেলার ৩৩ বছর বয়সে এই প্রথম জাতীয় দলের উর্দি গায়ে চড়িয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন৷
এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)