ফেসবুক ঠেকাতে ফেসবুকের আদলে অ্যাপ
২৭ জুলাই ২০১৯দেশটির কমিউনিস্টশাসিত সরকার কড়াভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে থাকে৷ ভিন্নমতাবলম্বীদেরও সহ্য করে না সরকার৷
গত মে মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী' মন্তব্য করার অভিযোগে আটক ১২৮ জনের মধ্যে দশ শতাংশকে কারাগারে পাঠিয়েছে ভিয়েতনাম৷
ফেসবুক, গুগলের মতো কোম্পানির উপর চাপ সৃষ্টি করতে জানুয়ারি মাসে ভিয়েতনামে একটি সাইবার নিরাপত্তা আইন পাস করা হয়৷ ফলে কোম্পানিগুলোকে ভিয়েতনামে কার্যালয় স্থাপন করতে হবে৷ এমনকি ডাটা সেখানেই জমা করতে হবে৷
এছাড়া ইউটিউবে ‘রাষ্ট্রবিরোধী' প্রচারণামূলক ভিডিওতে বিজ্ঞাপন না দেয়ার জন্য গত মাসে কোম্পানিগুলোকে নির্দেশ দেয় সরকার৷
২০১৮ সালের সেপ্টেম্বরে ভিয়েতনামের তথ্যমন্ত্রী এনগুয়েন মান হুং বিদেশি সামাজিক মাধ্যমের বিকল্প চালু করতে বেসরকারি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন৷
এই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় প্রযুক্তি কোম্পানি জি-গ্রুপ ‘গ্যাপো' অ্যাপে ১৮২ কোটি টাকা বিনিয়োগ করেছে৷ কোম্পানির প্রধান নির্বাহী হা ত্রুং কিয়েন চলতি বছরের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা ত্রিশ লাখ হতে পারে বলে আশা করছেন৷ ২০২১ সালের মধ্যে সংখ্যাটি দুই কোটিতে নেয়ার লক্ষ্য তাঁর৷
গ্যাপোর আগে ফেসবুকের মতো আরও দুটি সামাজিক মাধ্যম চালু হয়েছিল ভিয়েতনামে৷ তবে কোনোটিই সাড়া ফেলতে পারেনি৷
জেডএইচ/কেএম (রয়টার্স)