1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক বন্ধ হওয়ার ভুয়া খবর

১২ জানুয়ারি ২০১১

আগামী মার্চের মাঝামাঝি নাগাদ ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে৷ সুতরাং সকল ফেসবুক ব্যবহারকারীর প্রতি আহ্বান, দয়া করে প্রোফাইলে যা কিছু আছে - তা ডাউনলোড করুন৷ নচেৎ সবই হারাতে হবে৷ খবরদার, এমন গুজবে কান দেবেননা৷

https://p.dw.com/p/zwau
বন্ধ হচ্ছে না ফেসবুকছবি: picture alliance / dpa

সম্প্রতি ‘উইকলি ওয়ার্ল্ড নিউজ' নামের একটি সংবাদ সংস্থা জানায় ফেসবুক বন্ধের ভুয়া খবর৷ এমনকি সেখানে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ'এর মন্তব্যও ছাপা হয়৷ মার্ক নাকি ফেসবুক নিয়ে যারপরনাই বিরক্ত৷ তাই এই অনলাইন পাগলামির ইতি টানতে চান তিনি৷ শুধু তাই নয়, মার্চের ১৫ তারিখের পর ফেসবুক ব্যবহারকারীরা প্রোফাইলে যা কিছু রেখেছিলেন সবই নাকি হারিয়ে যাবে৷

বলাবাহুল্য, এমন ভুয়া খবর ফেসবুক ব্যবহারকারীদের অনেককেই বিভ্রান্ত করেছে৷ টুইটার, এমনকি খোদ ফেসবুকেই এই নিয়ে চলছে আলোচনার ঝড়৷ এরপরও, অতিউৎসাহী কিছু গণমাধ্যম উইকলি ওয়ার্ল্ড নিউজ'এর বরাত দিয়ে এই সংবাদ প্রচার করতে থাকে৷ ফলে ইতিমধ্যে কেউ কেউ আবার ফেসবুক থেকে নিজের সব তথ্য, ছবিও ডাউনলোড করে রাখতে শুরু করেন৷

যাই হোক, খোদ ফেসবুকই এবার জানাচ্ছে, সবই ভুয়া৷ এক বিবৃতিতে সংস্থাটির বয়ান, ‘আমরা বন্ধ হওয়ার মতো কোন কারণ এখনো পাইনি, আমাদের কাজ চলবে বরাবরের মতোই৷ আমরা কোথাও যাচ্ছিনা, তাছাড়া আমরাতো মোটে কাজ শুরু করেছি৷'

ফেসবুক নিয়ে কিন্তু এরকম ভুয়া খবর নতুন নয়৷ এর আগে ফেসবুকের মাধ্যমে ভাইরাস ছড়ানোর চেষ্টা হয়েছে একাধিকবার৷ বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরির চেষ্টাও নিত্য ঘটনা৷

উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি৷ অনলাইন ওয়েব ক্লিকের দিক থেকে গুগলের পরই ফেসবুকের অবস্থান৷ আর সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত বছর ‘টাইম’ এর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান