প্রথম আলোর জরিপ
১০ অক্টোবর ২০১৩গবেষণা প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট জরিপ পরিচালনায় সহযোগিতা করেছে৷ এ সংক্রান্ত প্রথম আলোর প্রতিবেদন বলছে, গত দশ মাসে বিএনপির প্রতি জনসমর্থন বেড়েছে সাড়ে ৬ পয়েন্ট৷ আর আওয়ামী লীগের বেড়েছে প্রায় ২ পয়েন্ট৷
জরিপ বলছে, এই সময়ে জাতীয় পার্টি (এরশাদ) আর জামায়াতে ইসলামী জনসমর্থন হারিয়েছে৷ এছাড়া, ৫৯ শতাংশ উত্তরদাতা ভবিষ্যৎ নেতা হিসেবে তারেক রহমানকে যোগ্য মনে করেছেন৷
জরিপ বিষয়ক প্রথম আলোর প্রতিবেদনটি ব্লগে শেয়ার করেছেন কেউ কেউ৷ প্রথম আলো-ও তাদের ফেসবুক পেজে সংবাদটি শেয়ার করেছে৷ তার নীচে মন্তব্য করেছেন অনেকেই৷
মোজাম্মেল খান বলছেন, ‘‘একজন অধ্যাপক হিসেবে, যিনি পরিসংখ্যানও পড়ান, গবেষণার ফলাফল নিজের মতো করে পেতে কীভাবে নমুনা নির্ধারণ করতে হয়, তা আমি আপনাকে শেখাতে পারবো৷'' একইরকম মন্তব্য করেছেন জাহাঙ্গীর শাহ৷ তিনি লিখেছেন, ‘‘বিশ্ববিদ্যালয় জীবনে এমন জরিপ অনেক দেখেছি, হলে বসে মাঠ পর্যায়ের জরিপ সম্পূর্ণ করে জমা দিতে দেখেছি৷''
রাহাত চৌধুরী বলছেন, ‘‘এই হাস্যকর রিপোর্টটিও আমাদের গিলতে হবে? গত ৫ বছর আওয়ামী লীগ যা করেছে তাতে তাদের ভোট বেড়েছে এটা কি বিশ্বাসযোগ্য?'' রাহাত হয়তো তার এই প্রশ্নের উত্তর পেতে পারেন কৌশিক ভদ্র শুভ্রার কাছ থেকে৷ কারণ তিনি লিখেছেন, ‘‘আপনারা প্রথম আলোর জরিপের ফলাফল কেউ বিশ্বাস করবেন না৷ বিশ্বাস করছেন তো ঠকবেন৷ কারণ নির্বাচন নিয়ে প্রথম আলোর জরিপের ফলাফল আজ পর্যন্ত সঠিক হয়নি৷ সবচেয়ে মজার হয়েছে তারেক জিয়া কে নিয়ে জরিপের ফলাফল (৫৯%)!!''
তবে সাঈদ মোহাম্মদ বলেছেন, ‘‘জরিপের ফলাফল নিজের পক্ষে গেলে সঠিক আর বিপক্ষে গেলে বে-ঠিক৷ বিশ্বময় স্বীকৃত জরিপগুলো এভাবে সংখ্যা নির্ধারণ করেই হয়৷'' আর জহিরুল ইসলামের মন্তব্য, ভোট আসলে বিরোধী দল সব সময় এগিয়ে থাকে৷
এদিকে ফারহানা শান্তা লিখেছেন, ‘‘প্রথম আলোর বিবর্তন যুগে আমরা বাস করছি, আস্তে আস্তে জামায়াতের মুখপাত্রে পরিণত হওয়া আমরা দেখছি...৷'' চিন্ময় বড়ুয়া বলেছেন, ‘‘প্রথম আলো মনে হয় জানেনা দেশের ৮০ ভাগ বিএনপি সমর্থক এখন জামায়াত হয়ে গেছে! গ্রামে-গঞ্জে গেলে ব্যাপারটা অনেকেই বুঝতে পারবেন৷ কাজেই জামাতের সমর্থন কমেছে বলে প্রথম আলো যে রিপোর্ট দিল তা প্রত্যাখ্যান করলাম!''
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন