1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে অমিতাভ, ফেরার অপেক্ষায় প্রীতি

২১ আগস্ট ২০১২

ব্লগ এবং টুইটারে সারা জাগানোর পর এবার ফেসবুকে প্রবেশ করলেন বলিউড ‘বিগ বি’ অমিতাভ বচ্চন৷ ভক্তদের সঙ্গে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করতে মঙ্গলবার ফেসবুকে যোগ দিয়েছেন তিনি৷ ওদিকে, আবারো সিনেমায় ফেরার পথে প্রীতি জিনতা৷

https://p.dw.com/p/15tUa
ছবি: AP

অমিতাভ বচ্চনের বয়স এখন ৬৯ বছর৷ কিন্তু এই বয়সেও অবসর নেই তাঁর৷ কাজ নিয়ে সদাব্যস্ত অমিতাভ ভক্তদেরকে আরো খানিকটা কাছে টেনে নিচ্ছেন ফেসবুকের মাধ্যমে৷ তাঁর সেই ফেসবুক পাতায় থাকবে তাঁর অভিনীত বিভিন্ন ছবির তথ্য৷ বিভিন্ন প্রদর্শনীর ভিডিও এবং অবশ্যই মাঝে মাঝে ব্যক্তিগত সংগ্রহ থেকে সেখানে ছবি প্রকাশ করবেন ‘বিগ বি'৷

ফেসবুক পাতা উদ্বোধনকালে অমিতাভ বলেন, ‘‘ফেসবুক সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই এবং আমি মনে করি অনেক আগেই সেখানে আমার আনুষ্ঠানিক পাতা থাকা উচিত ছিল৷ আমি আমার ব্লগে আশাতীত সাড়া পেয়েছি, যা আমাকে উৎসাহিত করেছে এবং এজন্যই আমি ভক্তদের সঙ্গে যোগাযোগের আরো একটি পথ উন্মুক্ত করেছি৷'' ফেসবুক পাতার মাধ্যমে শুধু ভারতীয় নয়, গোটা বিশ্বের ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চান অমিতাভ৷

অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার খানিকটা প্রমাণ পাওয়া যেতে পারে তাঁর ফেসবুক পাতা থেকেই৷ এই পাতা চালুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় আট লাখ ‘লাইক' পেয়েছে৷ বর্তমানে ‘লাইক' প্রদান করে ফেসবুক পাতার অনুসারী হওয়া যায়৷ এই বিষয়ে অমিতাভ নিজেই টুইটারে লিখেছেন, ‘‘মাত্র আধ ঘণ্টায় ভক্তের সংখ্যা আট লাখের কাছাকাছি পৌঁছেছে!!'' টুইটারে অমিতাভের ভক্তের সংখ্যা তেত্রিশ লাখ৷

Flash-Galerie Indien Sport Cricket Preity Zinta
অভিনেত্রী প্রীতি জিনতা...ছবি: AP

এদিকে, দীর্ঘ বিরতির পর আবারো চলচ্চিত্রে ফিরছেন প্রীতি জিনতা৷ ছবির নাম ‘ইশ্ক ইন প্যারিস'৷ ভারতের ফ্যাশন ডিজাইনার সুরিলি গোল, যিনি কিনা প্রীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, জানান, ‘‘এই ছবিটি আমার এবং প্রীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কেননা, এটা হচ্ছে প্রীতির চলচ্চিত্রে ফেরার লড়াই আর আমিও লম্বা বিরতির পর একটি ছবি ডিজাইন করেছি৷''

উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে ‘হিরোস' ছবিতে অভিনয় করেছিলেন প্রীতি জিনতা৷ বলিউডের এই মিষ্টি মেয়ের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৮ সালে, ‘দিল সে...' ছবির মাধ্যমে৷ ৩৭ বছর বয়সি প্রীতি ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ'-এর সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (পিটিআই)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য