ফ্রান্সেও নিষিদ্ধ হলো মুরগির পুরুষ বাচ্চা হত্যা
১৯ জুলাই ২০২১বিজ্ঞাপন
মুরগি চাষের এই প্রক্রিয়াকে আগে থেকেই ‘অনৈতিক এবং অমানবিক' বলে আসছে ফ্রান্সের প্রাণী কল্যাণসংস্থাগুলো৷ মোরগছানা হত্যা বন্ধে এবার তাই সে দেশেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনরমান্ডি৷
ফ্রান্সে প্রতিবছর পাঁচ কোটির মতো মুরগীর পুরুষ ছানা হত্যা করা হয়৷
জার্মানিতে গণহারে মুরগির পুরুষ বাচ্চা হত্যা নিষিদ্ধ আইন আগামী বছরের শুরু থেকেই কার্যকর হবে৷ জার্মানির পর ফ্রান্সই প্রথম দেশ হিসেবে জন্মের পরই পুরুষ মোরগছানা হত্যা নিষিদ্ধ করতে যাচ্ছে৷
এনএস/এসিবি (রয়টার্স)