1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বচ্চন পরিবারের নতুন ঐশ্বর্যের জন্ম দিলেন ঐশ্বর্য

১৬ নভেম্বর ২০১১

বলিউডের ‘রাজপরিবার’ বড়ই খুশি৷ অভিষেক ও ঐশ্বর্য পেলেন কন্যা, অমিতাভ ও জয়া বচ্চন নাতনি৷ আনন্দে মেতে উঠেছে বলিউড সহ গোটা দেশ৷

https://p.dw.com/p/13BK9
অভিষেক ও ঐশ্বর্যছবি: UNI

অনেকে ভেবেছিলেন, পরিবারের নতুন সদস্যের আগমনকে স্মরণীয় করে রাখতে গত শুক্রবার, মানে ১১.১১.১১ তারিখেই ঐশ্বর্য তার সন্তানের জন্ম দেবেন৷ কিন্তু না, নতুন ‘জুনিয়র' বচ্চন এলো বুধবার৷ মা ও শিশু দুজনেই ভালো আছে৷

তার চেয়েও বড় খবর হলো, এমন সুখবরের পরও বচ্চন পরিবার মোটামুটি স্বাভাবিকভাবেই আনন্দ করতে পারছে৷ ভারতের অসংখ্য ২৪ ঘণ্টার টেলিভিশন স্টেশনের ভ্যান যুদ্ধকালীন তৎপরতায় তাদের বাড়ি বা হাসপাতাল ঘিরে নেই৷ পরিবারের সদস্যদেরও কেউ অযথা বিরক্ত করছে না৷ আসলে আগে থেকেই এবিষয়ে একটা বোঝাপড়া হয়ে গিয়েছিল৷ আসলে তাঁর পরিবারের প্রতি সংবাদ মাধ্যমের অনেক আচরণ সম্পর্কে অমিতাভ বেশ কিছুকাল ধরে এত বিরক্ত ছিলেন, যে শেষ পর্যন্ত টেলিভিশনের কর্তাব্যক্তিরা মিলে এই সিদ্ধান্ত নিলেন৷ ভারতে এমন ঘটনা সত্যি অভূতপূর্ব৷

Flash-Galerie Schauspielerin Aishwarya Rai Bachchan
ঐশ্বর্যের কন্যা বচ্চন পরিবারে এই প্রজন্মের তৃতীয় সন্তানছবি: AP

সবার আগে খবরটি দিলেন বাবা অভিষেক৷ টুইটার বার্তায় শুধু লিখেছেন, ‘ইটস আ গার্ল'৷ ব্যস, আর কিছু লেখেন নি৷ লেখার প্রয়োজনও হয় নি৷ অমিতাভও তাঁর ‘টুইটার পরিবার'কে লিখেছেন, ‘‘দাদাজি হলাম৷'' নাতনিকে দেখেও মুগ্ধ তিনি৷ নিজের কন্যা শ্বেতার দুই সন্তান রয়েছে, ফলে পরিবারে এই প্রজন্মের তৃতীয় সন্তান ঐশ্বর্যের কন্যা৷ টেলিভিশনকে দূরে রাখলেও ইন্টারনেটই হয়ে উঠেছে পরিবারের সঙ্গে বহির্জগতের সঙ্গে যোগাযোগের সূত্র৷ টুইটার ও ব্লগের মাধ্যমে অসংখ্য শুভেচ্ছাবার্তা আসছে বচ্চন পরিবারের কাছে৷ বলিউড তারকারাও উচ্ছ্বাসের সঙ্গে সুন্দর সব বার্তা লিখছেন৷ পরিচালক করণ জোহর লিখেছেন, ‘‘এই মেয়েটি নিশ্চয় সর্বকালের সবচেয়ে সুন্দরী হতে চলেছে৷''

বড় হয়ে এই জুনিয়র বচ্চন যদি সত্যি বলিউডের আঙিনায় পা দেয়, তাহলে বচ্চন পরিবার সত্যি বলিউডের রাজপরিবার হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পাবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য