1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দিন

মারুফ আহমদ২৫ ডিসেম্বর ২০১২

শীতের হিমেল হাওয়ার মধ্যে আবার ঘনিয়ে এল খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন৷ দেশে দেশে খ্রিষ্টানরা ব্যাপক উদ্দীপনার সঙ্গে পালন করে এই বড়দিন, পারিবারিক পরিবেশে৷

https://p.dw.com/p/178iv
ছবি: AP

২৫শে ডিসেম্বর, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্মদিন৷ জার্মানিতে বড়দিন পালিত হয় তার আগের সন্ধ্যায় অর্থাৎ ২৪শে ডিসেম্বর৷ বলা হয় ‘হাইলিগের আবেন্ড' বা পবিত্র সন্ধ্যা, ইংরিজিতে ক্রিসমাস ইভ৷ ১৮১৮ সালে অস্ট্রিয়ার সালজবুর্গ শহরের অদূরে ছোট্ট এক গ্রামের স্কুল শিক্ষক ফ্রানৎস জাভার গ্রুবার বড়দিন উপলক্ষ্যে রচনা করেন ‘স্টিলে নাখট, হাইলিগে নাখট', নিস্তব্ধ রাত, পবিত্র রাত, গানটি৷ জার্মান ভাষায় রচিত এই গান যুগ যুগ ধরে বিশ্বব্যাপী বড়দিনের একটি অন্যতম জনপ্রিয় গীত হিসেবে ধ্বনিত হয়ে আসছে৷ বহু ভাষায় অনূদিত হয়েছে এই গান৷ ইংরেজিতে এই গানই ‘সাইলেন্ট নাইট, হোলি নাইট'৷

Stille Nacht Franz Xaver Gruber
‘স্টিলে নাখট, হাইলিগে নাখট' গানের রচয়িতা ফ্রানৎস জাভারছবি: picture-alliance / dpa

বড়দিনের প্রতীক হিসাবে ফারজাতীয় একটি গাছকে সাজানো হয় নানা রঙের কাঁচের বল, ফুল, মোমবাতি, এবং আরো অনেক কিছু দিয়ে৷ শোভা পায় ঘরের বৈঠকখানায়, বাইরে খোলা জায়গায়, দোকানপাটে এবং গির্জায়৷ যদিও যিশুর জন্মদিনের সাথে এই গাছের কোন সম্পর্ক নেই৷ এ হলো ক্রিসমাস ট্রি৷ জার্মান ভাষায় এই গাছের নাম ‘টানেন বাউম'৷ এনিয়ে জার্মানির একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় গান ‘ও টানেন বাউম'৷

Week 52/12 LS2-Culture: Christmas Songs - MP3-Mono

ইংল্যান্ডে বড়দিনের ঐতিহ্যবাহী গানের মধ্যে ‘উই উইশ ইউ অ্যা মেরি ক্রিসমাস' খুবই জনপ্রিয় গান৷ ষোড়শ শতাব্দীতে রচিত এই গান গেয়েছেন বহু খ্যাতিমান সংগীত শিল্পী৷

বড়দিন উপলক্ষ্যে প্রকৃতি নিয়ে রচিত হয়েছে বহু গান৷এখানে শীতের মৌসুমে তুষারপাত স্বাভাবিক৷ তুষারাবৃত নিসর্গ নিয়ে আসে এক শুভ্র আমেজ৷ বড়দিনে এই শুভ্র আমেজের ছোঁয়া সবসময় অবশ্য পাওয়া যায় না৷ তাই প্রখ্যাত মার্কিন সংগীত শিল্পী বিং ক্রসবি বরফের শুভ্রতায় ঢাকা বড়দিনের স্বপ্ন নিয়ে গেয়েছিলেন চিরায়ত গান ‘আই অ্যাম ড্রিমিং অফ এ ওয়াইট ক্রিস্টমাস...'৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য