বনদস্যু নিয়ন্ত্রণ
১৯ মার্চ ২০১২বাগেরহাট এলাকার সাংবাদিক সুনীল দাস৷ ব়্যাবের সাম্প্রতিক বনদস্যু দমন অপারেশন কেমন ছিল? এর জবাবে সুনীল দাস বললেন, বাগেরহাটের শরণখোলা এলাকার মরাভোলা খালে র্যাবের এই অভিযানে সোহাগ ও জিহাদ বাহিনীর প্রধানসহ পাঁচ ডাকাত নিহত হয়৷ ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১১টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়৷ র্যাবের প্রায় দেড়শ সদস্য প্রায় দেড় ঘণ্টার এই অভিযানে অংশ নেয়৷ ত্রিমুখী এই অভিযানে র্যাব প্রথমবারের মতো ব্যবহার করেছে হেলিকপ্টার৷
এই অভিযানের পর ব়্যাব জানায়, অদূর ভবিষ্যতে তারা এ ধরণের আরও অভিযান করবে সুন্দরবন অঞ্চলে৷ কারণ, এলাকার মানুষ বনদস্যুদের সন্ত্রাসের শিকার হচ্ছেন বহুবছর ধরে৷ যদিও ব়্যাবের অপারেশনে প্রধান দুটি বনদস্যু দলের দুই নেতা নিহত হওয়ায় স্থানীয় মানুষ এখন স্বস্তিতে৷ তাঁরা অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন বলে ডয়চে ভলেকে জানান সাংবাদিক সুনীল দাস৷
সেইসঙ্গে রাজনৈতিক নেতারাও ব়্যাবের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন৷ বস্তুত, এই এলাকায় সাধারণ জেলে বা চাষীদের কাছ থেকে বনদস্যুরা বিভিন্ন সময়ে তোলা আদায় করে বা অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে৷ এভাবে বহু মানুষকে তারা হত্যাও করেছে৷ ব়্যাবের এ ধরণের অপারেশন ভবিষ্যতেও প্রয়োজন বলে মনে করছেন অনেকেই৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: দেবারতি গুহ