1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ধু নির্ভর খোঁজ সেবা

আরাফাতুল ইসলাম (রয়টার্স)১৭ জানুয়ারি ২০১৩

নতুন বছরে ফেসবুক নতুন এক চমক নিয়ে হাজির হয়েছে৷ এই চমককে বলা হচ্ছে ‘গ্রাফ সার্চ’৷ সহজ করে বললে গুগলের মতো সম্ভাব্য লিংক নয়, বরং কাঙ্খিত তথ্যটি হাজির করবে এই খোঁজ সেবা৷

https://p.dw.com/p/17LeG
ছবি: Reuters

গতানুগতিক খোঁজে সেবা – যেমনটা গুগলে দেখা যায়, তাতে সাধারণত কোনো বিষয় খোঁজা হলে সেই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত কিছু লিংক প্রদর্শিত হয়৷ গুগল অবশ্য অনেকক্ষেত্রে উইকিপিডিয়া থেকে তথ্যও এনে হাজির করে৷ কিন্তু সেটার পরিধি সীমিত৷

***Achtung: Nur zur Berichterstattung über diese Website verwenden!*** Mit "Graph Search" will Facebook es Nutzern erleichtern, Gleichgesinnte zu finden. eingestellt im Januar 2013
গ্রাফ সার্চছবি: Colette van Kerckvoorde

ফেসবুক এবার চালু করছে নতুন ধরনের খোঁজ সেবা৷ এখন পর্যন্ত যা খবর, তাতে এই খোঁজের আওতায় সুনির্দিষ্টভাবে উল্লেখিত তথ্যই হাজির হবে৷ যেমন ধরুন, ঢাকায় থাকা আপনার বন্ধুদের সকল ছবি আপনি একসঙ্গে দেখতে চাইলেন৷ তখন ফেসবুকের খোঁজে বাক্সে ‘ফটোস অফ মাই ফ্রেন্ডস ইন ঢাকা' লাইনটি লিখলেই সেসব ছবি হাজির হবে৷ এই পদ্ধতিতে ঢাকা শহরের কোন কোন রেঁস্তরায় আপনার বন্ধুরা যান, সেটাও আপনি জানতে পারবেন৷ জানতে পারবেন ঘোরাঘুরির জন্য আপনার বন্ধুদের প্রিয় জায়গাগুলো কোথায় কিংবা আপনি আজ অবধি কোন কোন ছবি লাইক করেছেন – সবই৷

বলা প্রয়োজন, নতুন এই ‘গ্রাফ সার্চ' ফেসবুকের সকল ব্যবহারকারীর কাছে এখনও পৌঁছায়নি৷ বিষয়টি নিয়ে চলছে পরীক্ষানিরীক্ষা৷ তাই অল্প কিছু মানুষের কাছে পৌঁছেছে এই সেবা৷ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নতুন এই খোঁজে সেবা সম্পর্কে বলেছেন, ‘‘গ্রাফ সার্চ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা সঠিক তথ্যটি খুঁজে বের করতে পারে এবং আপনার সামনে হাজির করতে পারে৷ এটি অন্যান্য খোঁজে সেবার মতো লিংকনির্ভর সম্ভাব্য তথ্য হাজির করবে না৷''

উল্লেখ্য, খোঁজ সেবার বাজারে গুগলের অবস্থান এখনও সবার উপরে৷ আর গুগলের সঙ্গে কিছুক্ষেত্রে ফেসবুকের প্রতিযোগিতা বেশ ভালোভাবেই রয়েছে৷ সংস্থাটির নতুন এই উদ্ভাবন যে গুগলের সঙ্গে তাদের একটি ব্যবধান গড়ে দিতে যাচ্ছে, সেটা বলাই যায়৷

অবশ্য নতুন এই গ্রাফ সার্চের কিছু সীমাবদ্ধতাও রয়েছে৷ একটু আগেই যেটা বললাম, এখনই সব ব্যবহারকারী এটা পাচ্ছে না৷ তাছাড়া শুরুর দিকে শুধু ইংরেজি ভাষাতেই ব্যবহার করা যাবে এই সেবা৷ আর মুঠোফোনে এই খোঁজ সেবা খুব তাড়াতাড়ি পাওয়ার কোনো সম্ভাবনাও নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য