1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যার কারণে সিন্ধু প্রদেশে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি

৭ আগস্ট ২০১০

বন্যার কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে শনিবার৷ ভয়াবহ বন্যায় এই প্রদেশের জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত৷ সিন্ধু নদের তীরবর্তী অঞ্চল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে৷

https://p.dw.com/p/Oea3
বন্যা, সিন্ধু, পাকিস্তান, কাশ্মীর, Pakistan, Kashmir, Flood
বন্যায় নিমজ্জিত বিস্তীর্ণ এলাকাছবি: AP

সিন্ধু প্রদেশের অন্তত ৪টি জেলায় এই সতর্কতা জারির কথা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক কার্যালয়৷ সিন্ধু থেকে ৫ লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে পাকিস্তানে অবস্থানরত জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন৷

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখা প্রদেশে শনিবারও প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ এই নিয়ে দ্বিতীয় সপ্তাহের মতো বৃষ্টি এবং বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে৷ কিছু কিছু অঞ্চলে হেলিকপ্টারে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হলেও, খারাপ আবহাওয়ার কারণে সব জায়গায় এইভাবে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না৷ এদিকে অন্তত আরো দুই দিন আরো ভারী বর্ষণের আশঙ্কা করছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর৷ পাকিস্তানে ৮০ বছরের মধ্যে এই ভয়াবহ বন্যায় অন্তত ১৬'শ মানুষ প্রাণ হারিয়েছেন৷ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত দেড় কোটি মানুষ৷

সিন্ধু প্রদেশ থেকে যাদের সরিয়ে নেয়া হয়েছে, অস্থায়ীভাবে তাদেরকে বিভিন্ন সরকারিভবন, বিদ্যালয় এবং তাঁবুর আশ্রয়কেন্দ্রগুলোতে রাখা হয়েছে৷ এদিকে পাকিস্তানে এযাবতকালের ভয়াবহ বন্যায় সাহায্যের জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি৷ অন্যান্য দেশের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন ইতোমধ্যেই কয়েক কোটি ডলারের সাহায্য ঘোষণা করেছে৷ যুক্তরাষ্ট্র সামরিক হেলিকপ্টার দিয়ে ত্রাণ বিতরণ কাজে সহায়তা করছে৷ অষ্ট্রেলিয়া শনিবার পাকিস্তানের জন্যে ইতোমধ্যে ঘোষিত সাহায্যের প্রতিশ্রুতি দ্বিগুণ করে এক কোটি ডলারের ঘোষণা দিয়েছে৷

ওদিকে ভয়াবহ এই বন্যা ইতোমধ্যেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে গ্রাস করতে শুরু করেছে৷ এরই মধ্যে সেখানে বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ জন৷ পাঞ্জাবের কিছু অঞ্চল এখন ছয় ফুট বা দুই মিটার পানির নীচে৷ একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২০ লাখ মানুষ৷

সর্বগ্রাসী এই বন্যায় পাকিস্তানে এই পর্যন্ত ২ লাখ ৫২ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে৷ খাইবার পাখতুনখা প্রদেশে বন্যা ও ত্রাণ কর্মসূচির প্রধান মেজর জেনারেল গায়ুর মেহমুদ বলেছেন, এখনও নিখোঁজ রয়েছে ২১৩ জন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই