বাংলা ব্লগে একাত্তরের অজানা তথ্য
৭ ডিসেম্বর ২০১১বাংলা ব্লগার অমি রহমান পিয়াল, তাঁর সাম্প্রতিক দুটি নিবন্ধে তুলে ধরেছেন দুটি ভিন্ন ঘটনা৷ একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানাতে, ভারতে আশ্রয় নেওয়া কোটি শরণার্থী'র সহায়তায় এগিয়ে আসতে ভিন্ন পথ বেছে নিয়েছিলেন দুই তরুণ৷ এরা হচ্ছেন ফ্রান্সের জাঁ ক্যুয়ে এবং বেলজিয়ামের মারিও রয়ম্যান্স৷
‘আমার ব্লগ'এ অমি রহমান পিয়াল জাঁ ক্যুয়ে সম্পর্কে লিখেছেন, ‘‘৩ ডিসেম্বর ১৯৭১৷ ভারত আক্রমণ করে আমাদের মুক্তিযুদ্ধকে তুমুল গতি দেয় পাকিস্তান৷ আর ১৩ দিন পরই মিত্রবাহিনীর হাতে ঢাকার পতন, স্বাধীন হয়ে যায় বাংলাদেশ৷ একই দিন আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে৷ প্যারিসের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বোয়িংয়ের নিয়ন্ত্রণ নেন জাঁ ক্যুয়ে নামে এক ফরাসি যুবক৷ না, টাকা-পয়সা কিছু দাবি করেননি৷ অবিলম্বে ২০ টন মেডিকেল সামগ্রী ও রিলিফ প্লেনটিতে তোলা না হলে এটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি৷ আর সেগুলোর গন্তব্য হবে পূর্ব পাকিস্তান৷ স্বাধীনতার জন্য লড়তে থাকা বাংলাদেশে''৷
বেলজিয়ামের মারিও রয়ম্যান্স সম্পর্কে আলাদা নিবন্ধে অমি রহমান পিয়াল লিখেছেন, ‘‘১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ যখন চলছে, তখন দূরের ব্রাসেলসে বসে টিভিতে বাঙালিদের দুর্দশা দেখে অস্থির হয়ে পড়েন ২১ বছর বয়সি এই তরুণ৷ কিছু একটা করার সিদ্ধান্ত নেন৷ এরপর যা করলেন সেটা বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর অপরাধের তালিকায় শীর্ষেই রয়ে গেছে৷ ২৩ সেপ্টেম্বর রাতে ব্রাসেলসের মিউজিয়াম অব ফাইন আর্টস থেকে খোয়া গেলো ১৭ দশকের শিল্পী ইয়োহান ভারমেয়ারের আঁকা ‘দ্য লাভ লেটার' নামের মাস্টারপিসটি''৷
দুটো ঘটনাই সেসময় গণমাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়৷ পিয়াল তাঁর ব্লগে সেসময় এই বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সূত্র উল্লেখ করেছেন, দিয়েছেন ভিডিও লিংকও৷ এই প্রসঙ্গে ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এই দু'জনের কথা প্রসঙ্গক্রমে আমাদের একটি আলোচনায় চলে এসেছিল৷ এদের কারো সম্পর্কে তেমন কোন উল্লেখযোগ্য তথ্য কারো কাছে নেই''৷
পিয়াল বলেন, ‘‘আমি একটি ফরাসি আর্কাইভে ঢুকে কিছু ফুটেজ চেক করছিলাম৷ তখন জাঁ ক্যুয়েকে পাই৷ তারপর বেলজিয়ামের ব্যাপারটা আরেকজন উল্লেখ করে৷ কিন্তু তাঁর নাম কেউই জানতো না৷ সম্ভবত আমার এই পোস্টের পর বাঙালি তাঁর নামটা জানে''৷
পিয়াল জানান, তাঁর উৎসাহ, ‘প্যাশন' সবকিছুই মুক্তিযুদ্ধ ভিত্তিক৷ মুক্তিযুদ্ধের অজানা দিকগুলো তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখবেন তিনি সারাজীবন৷ একইসঙ্গে মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করার চেষ্টা করে, তাদেরকে শোধরাবার চেষ্টাও করছেন তিনি৷
উল্লেখ্য, সামহোয়্যার ইন ব্লগেও অমি রহমান পিয়াল'এর মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক নিবন্ধ রয়েছে৷ ‘দ্য আদার কনসার্ট ফর বাংলাদেশ : যেটার কথা কেউ বলে না!', ‘১৬ ডিসেম্বর ‘৭১- একটি অন্যরকম গল্প' সহ তাঁর বেশ কয়েকটি নিবন্ধ সাড়া ফেলে সেই সাইটটিতে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক