1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ‍্য বব্স প্রতিযোগিতার বিজয়ীরা

আরাফাতুল ইসলাম, বার্লিন থেকে২ মে ২০১৬

দ‍্য বব্স প্রতিযোগিতার দ্বাদশ আসরে অনুকরণীয় অনলাইন অ‍্যাক্টিভিস্ট এবং তাদের কাজকে স্বীকৃতি দিয়েছে ডয়চে ভেলে৷ বাংলাদেশ, ইরান, জার্মানি এবং ভারতের প্রতিযোগীরা ‘জুরি অ‍্যাওয়ার্ড' পেয়েছেন৷

https://p.dw.com/p/1IgK5
The Bobs – Best of Online Activism Jury
ছবি: DW/J. Röhl

বিশ্ব বাকস্বাধীনতা দিবসের একদিন আগে, জার্মানির রাজধানী বার্লিনে বিশ্বের ১৪টি ভাষার অ‍্যাক্টিভিস্টদের সমন্বয়ে তৈরি দ‍্য বব্স জুরিমণ্ডলী এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করেন৷ চলতি বছরের ‘জুরি অ‍্যাওয়ার্ড' বিজয়ীরা হচ্ছেন:

নাগরিক সাংবাদিকতা: বাংলাদেশের তথ‍্যচিত্র ‘‘রেজর'স এজ''

বাংলাদেশে ব্লগার হত‍্যা নিয়ে তৈরি তথ‍্যচিত্র ‘‘রেজর'স এজ'' দ‍্য ববসের নাগরিক সাংবাদিকতা বিভাগে জুরি অ‍্যাওয়ার্ড জয় করেছে৷ ‘নাস্তিকের ধর্মকথা' ছদ্মনামে ব্লগ লেখা ৩৫ বছর বয়সি একজন বাংলা ব্লগার তথ‍্যচিত্রটি নির্মাণ করেছেন৷ এতে তিনি মুক্তমনা ব্লগারদের জীবন বাংলাদেশে কীভাবে হুমকির মুখে রয়েছে তা তুলে ধরেছেন৷ গত ১৪ মাসে দেশটিতে ৩৪টি হামলায় ৩৫ ব‍্যক্তি নিহত হয়েছেন, যাদের মধ‍্যে কয়েকজন মুক্তমনা ব্লগার এবং অ‍্যাক্টিভিস্ট ছিলেন৷ এ সব হামলার ২৩টির দায় স্বীকার করেছে একাধিক আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী৷

Dokumentation RAZOR'S EDGE
রেজর'স এজ তথ্যচিত্রের একটি দৃশ্যছবি: Quelle Youtube

গতবছর দ‍্য বব্স জয়ী বাংলা ব্লগ মুক্তমনার মডারেটর বন‍্যা আহমেদ এবছর ছিলেন বিচারকের ভূমিকায়৷ তিনি বলেন, ‘‘পরপর দু'বছর বাংলাদেশের ব্লগারদের প্রকল্পকে স্বীকৃতি দেয়ার অর্থ হচ্ছে সেখানকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং অবস্থা আরো খারাপ হয়েছে৷ গত কয়েকদিনে চারটি চাপাতি হামলার ঘটনা ঘটেছে৷ মুক্তমনা অ‍্যাক্টিভিস্ট, লেখক, ব্লগার, শিক্ষক, সংখ‍্যালঘু – কেউই দেশটির কোথাও আর নিরাপদে নেই৷''

প্রগতির জন‍্য প্রযুক্তি: ইরানের অ‍্যাপ ‘গেরশাদ'

ইরানের নৈতিকতা বিষয়ক পুলিশের নজর এড়াতে তৈরি এক অভিনব অ্যাপ গেরশাদ৷ এই পুলিশ বাহিনী রাস্তায় মেয়েরা হিজাবসহ ‘ইসলামিক পোশাক' পরেছে কিনা তা লক্ষ্য করে এবং প্রয়োজনে শাস্তি দেয়৷ যখনই কোনো রাস্তায় এই পুলিশ বাহিনী চেকপোস্ট বসায়, অ্যাপের মাধ্যমে তা অন্যরা জেনে যায়৷ ফলে সহজেই পুলিশি হয়রানি এড়াতে সেই চেকপোস্ট পরিহার করে চলা সম্ভব হয়৷ অ্যাপটির ব্যবহারকারীরাই তথ্য দিয়ে অ্যাপটিকে সমৃদ্ধ করে৷

অ‍্যাপটির নির্মাতা নিজেদের পরিচয় গোপন রাখতে চান৷ দ‍্য বব্সের ইরানি ভাষার বিচারক গোলনাজ এসফানডিয়ারিকে তাঁরা জানান, ‘‘এই পুরস্কার অ‍্যাপটির ব‍্যবহারকারীদের প্রাপ‍্য৷ এটা নিঃসন্দেহে যারা নৈতিকতা বিষয়ক পুলিশ বাহিনীকে এড়িয়ে চলতে চান, তাদের উপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে৷''

সামাজিক পরিবর্তন: ভারতের অ্যাসিড হামলা বিরোধী প্রচারণা

ভারতে অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারণা ‘স্টপ এসিড অ্যাটাকস' দ‍্য বব্সের সামাজিক পরিবর্তন বিভাগে ‘জুরি অ‍্যাওয়ার্ড' জয় করেছে৷ অ্যাসিড হামলার শিকারদের সঙ্গে সমাজের মধ্যকার যোগসূত্র স্থাপনে কাজ করছে প্রচারণাটি, কেননা হামলার শিকাররা অধিকাংশক্ষেত্রে সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেন৷ এর কারণ তারা মুক্ত পরিবেশে চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন৷ ‘স্টপ এসিড অ্যাটাকস' প্রচারণার উদ্যোগে ভারতের আগ্রায় একটি ক্যাফে চালু করা হয়েছে যেখানে অ্যাসিড সন্ত্রাসের শিকার মেয়েরা কাজ করেন৷

দ‍্য বব্স প্রতিযোগিতার হিন্দি ভাষার জুরি অভিনন্দন সিক্রি মনে করেন, অ্যাসিড হামলা বন্ধের লড়াই বেশ কঠিন৷ আর সেই কঠিন লড়াইটাই করছে ‘স্টপ এসিড অ্যাটাকস' প্রচারণা৷ তিনি বলেন, ‘‘তারা শুধুমাত্র ভুক্তভোগীদের একত্রিত করে তাদের স্বনির্ভর করতেই সফল হয়নি, এ সংক্রান্ত আইন কঠোর করতেও সক্ষম হয়েছে৷''

শিল্প এবং সংস্কৃতি: জার্মানির ‘সেন্টার ফর পলিটিক‍্যাল বিউটি'

শিল্প এবং রাজনীতির সীমান্তে প্রতিবাদের আয়োজন করে ‘সেন্টার ফর পলিটিক্যাল বিউটি'৷ উদ্দীপক প্রতিবাদের পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জার্মানিতে অনেক মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে প্রকল্পটি৷ শরণার্থী ইস্যুতে বিভিন্নভাবে জনসচেতনতা সৃষ্টি করেছে তারা৷ বার্লিনে দ‍্য বব্স জুরিমণ্ডলীর বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই প্রকল্পটি৷

প্রসঙ্গত, শিল্প এবং সংস্কৃতি বিভাগে অনলাইন ব‍্যবহারকারীদের ভোটে ‘ইউজার অ‍্যাওয়ার্ড' জয় করেছে বাংলাদেশের আলোকচিত্রী জিএমবি আকাশের ইন্সটাগ্রাম অ‍্যাকাউন্ট৷ বাংলাদেশের সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্খার গল্প ছবিতে চমৎকারভাবে ফুটিয়ে তোলেন আকাশ, যিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও জয় করেছেন৷ এছাড়া ‘জার্মান প্রবাসে' বাংলা ভাষা বিভাগে ‘ইউজার অ‍্যাওয়ার্ড' জিতেছে৷ চলতি বছর একলাখের বেশি অনলাইন ভোট গণনা করা হয়েছে৷

দ‍্য বব্স বিজয়ী প্রকল্পগুলো সম্পর্কে ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘ডয়চে ভেলে বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মকাণ্ডের মাধ‍্যমে গোটা বিশ্বে বাকস্বাধীনতাকে উৎসাহ দিচ্ছে৷ দ‍্য বব্স প্রতিযোগিতার মাধ‍্যমে আমরা বাকস্বাধীনতা রক্ষার বৈচিত্র্যময় এবং মহৎ বিভিন্ন উদ‍্যোগকে স্বীকৃতি দিচ্ছি৷ বিজয়ী এ সব উদ‍্যোগ অন‍্যদের জন‍্য অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে৷ কাজের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও এ ধরনের উদ‍্যোগ মূলত নিপীড়িত মানুষদের সহায়তায় কাজ করছে৷''

উল্লেখ‍্য, চলতি বছর দ‍্য বব্স প্রতিযোগিতায় ২,৩০০ মনোনয়ন জমা পড়েছে৷ এগুলোর মধ‍্য থেকে ১২৬টি প্রকল্পকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়, যার মধ‍্য থেকে চারটি প্রকল্প ‘জুরি অ‍্যাওয়ার্ড' জয় করে৷ আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব‍্য গ্লোবাল মিডিয়া ফোরামে ‘জুরি অ‍্যাওয়ার্ড' বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য