বাংলাদেশকে এখনো ঝুঁকিপূর্ণ মনে করছেন বিদেশিরা
২১ অক্টোবর ২০১৫এর আগে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বিদেশি নাগরিকদের বড় একটি অংশকে প্রত্যাহার করা হয়েছে৷ ঢাকায় আসতে অসম্মতি জানিয়েছে তৈরি পোশাক খাতের বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানের কর্তারা৷
এই পরিস্থিতির মধ্যেই বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিক্যাটসহ বিদেশি রাষ্ট্রদূতরা আবারো বিদেশিদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেছেন৷ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের সময় এ আশঙ্কার কথা জানান তাঁরা৷ বৈঠক শেষে সাংবাদিকদের বার্নিক্যাট বলেন, ‘‘আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে, বাংলাদেশে বিদেশিদের ওপর আরও হামলা ও সহিংসতার ঘটনা ঘটতে পারে৷ এ কারণে আমাদের নাগরিকদের জন্য সতর্কতা এখনও বহাল রাখা হয়েছে৷''
এদিকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ও এলাকায় কর্মরত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জাইকা-র অন্তত ৫০ জন নাগরিককে সাময়িকভাবে নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার৷ জানা গেছে, কিছুদিনের মধ্যেই তাঁরা দেশে ফিরে যাচ্ছেন৷ ঢাকাসহ সারাদেশে ৭৪ জন জাপানি স্বেচ্ছাসেবী কাজ করেন৷
এর আগে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের তিনটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪১ বিদেশিকে প্রত্যাহার করা হয়৷ তাদের মধ্যে স্পেন, বুলগেরিয়া, আর্জেন্টিনাসহ আরো কয়েকটি দেশের নাগরিক রয়েছেন৷
এছাড়া এরইমধ্যে ঢাকায় তৈরি পোশাক মালিকদের সঙ্গে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল হয় নিরাপত্তা প্রশ্নে৷ আর গ্যাপ এবং এইচএন্ডএম-এর মতো পোশাক ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই মুহূর্তে বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছেন৷
এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রশিদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে৷ আর এর পিছনে আছে রাজনীতি৷ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা ব্যবস্থা কোনো অংশেই খারাপ না৷ বিদেশিরা যাদের প্রয়োজন আছে তারা এর মধ্যেই বাংলাদেশে আসছেন, কাজ করছেন৷''
তিনি আরো বলেন, ‘‘দুই বিদেশিকে হত্যা যে জঙ্গিদের কাজ নয় তা এরইমধ্যে স্পষ্ট হয়েছে৷ আর বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কাও আমি দেখছিনা৷ কোনো বিদেশি বা বিদেশি রাষ্ট্র যদি নিজেদের চিন্তায় এদেশে না আসে বা নাগরিকদের দেশে ফেরত পাঠায় তাহলে তা তাদের নিজস্ব ব্যাপার৷ তবে এটা নিয়ে তারা যদি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে তা গ্রহণযোগ্য নয়৷''
বিদেশিদের জন্য বাংলাদেশ কি এখনও ঝুঁকিপূর্ণ? মতামত জানাতে পারেন নীচে মন্তব্যের ঘরে..