1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশিদের জন্য ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে বিশেষ বাস

আরাফাতুল ইসলাম পোল্যান্ড
১ মার্চ ২০২২

ইউক্রেন থেকে পোল্যান্ডের মেডিকা সীমান্তে আসা বাংলাদেশিদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস৷ পাশাপাশি পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরাও স্বদেশিদের সহায়তায় এগিয়ে এসেছেন৷

https://p.dw.com/p/47pvr
ইউক্রেন থেকে পোল্যান্ডের মেডিকা সীমান্তে আসা বাংলাদেশিদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস৷ পাশাপাশি পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরাও স্বদেশিদের সহায়তায় এগিয়ে এসেছেন৷
ছবি: Arafatul Islam/DW

ইউক্রেন থেকে মেডিকা সীমান্ত পেরিয়ে এলে সড়কের পাশেই রয়েছে একটি বাস, যার সামনের গ্লাসে বাংলাদেশের দূতাবাসের নাম ও লোগো লাগানো রয়েছে৷ পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এই বিশেষ বাসের ব্যবস্থা করেছে৷ বাসটি আগামীকাল পর্যন্ত এখানেই থাকবে বলে জানা গেছে৷ এর মধ্যে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিরা বাসটিতে বিশ্রাম এবং আশ্রয় নিতে পারবেন৷ সেখানে তাদের খাবারসহ বিভিন্ন কিছু সরবরাহ করা হচ্ছে৷

মঙ্গলবার সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগী৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমাদের কয়েকটা হোয়াটস অ্যাপ গ্রুপ আছে৷ হোয়াটস অ্যাপের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে সবাই আমাকে জানাচ্ছেন৷ মোবাইলে যখনই আমরা তথ্য পাচ্ছি কারো সহায়তা দরকার সঙ্গে সঙ্গে সেখানে আমরা নিজেরাই যাচ্ছি বা রিসোর্স মোবিলাইজ করছি৷’’

Polen | Ukraine Krieg | Aufnahme von Flüchtlingen mit bangladeschischer Staatsangehörigkeit
ইউক্রেন সীমান্ত পেরিয়ে আসা স্বদেশিদের দৃষ্টি আকর্ষণে পোল্যান্ড প্রবাসী বাংলাদেশি হামিম ছবি: Arafatul Islam/DW

বাসে আশ্রয় নেয়া মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুসময় সরকার বলেন, ‘‘সীমান্ত ক্রস করার পর আমি জানতে পেরেছি এমন একটি ব্যবস্থা করা হয়েছে৷ এখন আপাতত আমি ওয়ারশো যাব৷ ওখানে গিয়ে বিশ্রাম নিয়ে পরে পরিকল্পনা করব কোথায় যাব৷’’

তিনি আরো বলেন, ‘‘আমাদের বিশ্ববিদ্যালয়ে আরো কয়েকজন বাংলাদেশি ছিলেন৷ তারা এর আগেই পার হয়েছেন৷ আজকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশের ২০-২৫ জন পার হতে পেরেছেন৷''

বাসে থাকা বাংলাদেশিরা সীমান্তের ইউক্রেন অংশে ভোগান্তির কথা বর্ণনা করে৷ কয়েকজন জানান ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডার মধ্যে তাদের দাড় করিয়ে রাখা হয়েছে৷

এদিকে পোল্যান্ডে অবস্থানরত প্রবাসীরাও বাংলাদেশিরাও ইউক্রেন থেকে আসা স্বদেশিদের সহযোগিতায় এগিয়ে এসেছেন৷ মেডিকা সীমান্তে স্বেচ্ছাসেবী হিসেবে দূতাবাসের দলের সঙ্গে কাজ করছেন তারা৷ হামিম নামের একজন জানান, তিনি ৬০০ কিলোমিটার দূর থেকে খাবার, পানি নিয়ে এসেছেন৷ পাশাপাশি অনেক বাংলাদেশিও ব্যক্তি উদ্যোগে তাদের আশ্রয় দেয়ার চেষ্টা করছেন৷ এমন ২৫ থেকে ৩০ জন বাংলাদেশি পোল্যান্ডের প্রবাসীদের আশ্রয়ে আছেন বলে জানিয়েছেন আরেকজন৷ এদিকে ওয়ারশোতেও বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করেছে দূতাবাস৷

আরাফাতুল ইসলাম (পোল্যান্ডে থেকে)/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য