1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আক্রান্ত আরো দুই, সুস্থ ছয়

৩১ মার্চ ২০২০

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করে দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১৷

https://p.dw.com/p/3aFOA
ছবি: DW/M. Rashed

আক্রান্তদের মধ্যে আরো ছয় জন সুস্থ হয়ে উঠায় বাংলাদেশ এখন মোট ২৫ জন করোনা সংক্রমণ মুক্ত হলেন৷ নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা পাঁচই আছে৷

মঙ্গলবার সুস্থ ঘোষণা করাদের মধ্যে একজন সত্তরোর্ধ্ব পুরুষ এবং একজন নার্স রয়েছেন৷

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার এক অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনা ভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন৷

নতুন আক্রান্তদের মধ্যে ৫৭ বছরের একজন পুরুষ আছেন৷ যিনি সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছেন৷ এই ব্যক্তির ডায়বেটিস থাকলেও তার শরীরিক অবস্থা ভালো আছেন বলে জানান মীরজাদী৷

তবে আক্রান্ত ৫৫ বছরে অন্য ব্যক্তি বিদেশ ভ্রমণ করেননি৷ তিনি কিভাবে সংক্রমিত হয়েছেন তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই কর্মকতা৷ 

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে৷ এ অবস্থায় দেশেও জনমনে আতঙ্ক বিরাজ করছে৷ গত কয়েক দিনে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ২০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে৷

এ বিষয়ে ডা. মীরজাদী বলেন, আইইসিডিআর কয়েকটি মৃতদেহ থেকে নমুনা সংগ্র্রহ করে পরীক্ষা করেছে৷ কারো দেহেই করোনা ভাইরাস পাওয়া যায়নি৷

জনগণকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘‘তাই কেউ জ্বর বা শ্বাসকষ্টে মারা গেলেই তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন এমনটা ধরে নিয়ে আতঙ্কিত হবেন না৷''

এছাড়া, সুস্থ হয়ে উঠা এবং ১৪ দিন কোয়ারান্টিন সময় পার করা বিদেশফেরতদের সঙ্গে সম্মানজনক আচরণ করার পরামর্শও দেওয়া হয়েছে৷

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে৷ মোট আইসোলেশনে আছেন ৭৫ জন৷

এসএনএল/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান