বাংলাদেশে আক্রান্ত আরো দুই, সুস্থ ছয়
৩১ মার্চ ২০২০আক্রান্তদের মধ্যে আরো ছয় জন সুস্থ হয়ে উঠায় বাংলাদেশ এখন মোট ২৫ জন করোনা সংক্রমণ মুক্ত হলেন৷ নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা পাঁচই আছে৷
মঙ্গলবার সুস্থ ঘোষণা করাদের মধ্যে একজন সত্তরোর্ধ্ব পুরুষ এবং একজন নার্স রয়েছেন৷
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার এক অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনা ভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন৷
নতুন আক্রান্তদের মধ্যে ৫৭ বছরের একজন পুরুষ আছেন৷ যিনি সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছেন৷ এই ব্যক্তির ডায়বেটিস থাকলেও তার শরীরিক অবস্থা ভালো আছেন বলে জানান মীরজাদী৷
তবে আক্রান্ত ৫৫ বছরে অন্য ব্যক্তি বিদেশ ভ্রমণ করেননি৷ তিনি কিভাবে সংক্রমিত হয়েছেন তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই কর্মকতা৷
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে৷ এ অবস্থায় দেশেও জনমনে আতঙ্ক বিরাজ করছে৷ গত কয়েক দিনে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ২০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে৷
এ বিষয়ে ডা. মীরজাদী বলেন, আইইসিডিআর কয়েকটি মৃতদেহ থেকে নমুনা সংগ্র্রহ করে পরীক্ষা করেছে৷ কারো দেহেই করোনা ভাইরাস পাওয়া যায়নি৷
জনগণকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘‘তাই কেউ জ্বর বা শ্বাসকষ্টে মারা গেলেই তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন এমনটা ধরে নিয়ে আতঙ্কিত হবেন না৷''
এছাড়া, সুস্থ হয়ে উঠা এবং ১৪ দিন কোয়ারান্টিন সময় পার করা বিদেশফেরতদের সঙ্গে সম্মানজনক আচরণ করার পরামর্শও দেওয়া হয়েছে৷
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে৷ মোট আইসোলেশনে আছেন ৭৫ জন৷
এসএনএল/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)