সাধারণ ছুটি বাড়লো পাঁচ দিন
৩১ মার্চ ২০২০বিজ্ঞাপন
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোরকে এমন তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন৷
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ছুটির মেয়াদ বাড়ানোর আভাস দেন৷ তার নির্দেশনা অনুযায়ী ছুটি বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে৷ পরের দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ১১ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে৷
মঙ্গলবারই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে৷
এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)