ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৫০ হাজার
১৬ আগস্ট ২০১৯স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯৯ জন৷
এর মধ্যে চলতি আগস্ট মাসের ১৫ দিনেই এ রোগে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৩৮ জন৷ যারা বাসায় থেকে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন, তাদের সংখ্যা এই হিসাবে আসেনি৷
হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের সহকারী পরিচালক আয়শা আক্তার ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে সেপ্টেম্বরেও বৃষ্টি থাকে, ডেঙ্গুর প্রকোপ তখন কিছুটা বাড়ার আশঙ্কা থাকে৷
সরকারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা নতুন রোগীর সংখ্যা কমেছে৷ এই সময়ে ১ হাজার ৭১৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন৷ এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন নতুন রোগী, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯৬০ জন৷
শুক্রবার দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৭১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন৷ তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ১৫ জন, ঢাকার বাইরে ৩ হাজার ৭০১ জন৷ হাসপাতালে নতুন রোগীর সংখ্যা বৃহস্পতিবারের চেয়ে কমলেও সারা দেশে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ১৪৬ জন বেড়েছে৷
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর তথ্য সরকার নিশ্চিত করলেও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৩৫ জনের তথ্য পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
এসআই/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)