সৌর বিদ্যুৎ উৎপাদন
২১ জুলাই ২০১২বাংলাদেশে এখন সৌর বিদ্যুৎ প্যানেল তৈরি করে ৬টি বেসরকারি প্রতিষ্ঠান৷ এছাড়া সরাসরি বিদেশ থেকেও প্যানেল আমদানি করা হয়৷ এখন প্রতিদিন ৯০ মেগাওয়ট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে৷ আর এই বিদ্যুতে আলোকিত হচ্ছে কমপক্ষে ১৮ লাখ বাড়ি৷ সরকার এখন নতুন বিদ্যুৎ সংযোগের সঙ্গে সৌর বিদ্যুতের প্যানেল বসানো বাধ্যতামূলক করেছে৷ আর যেসব প্রত্যন্ত অঞ্চলে জাতীয় গ্রিডের বিদ্যুৎ যায়না, সেখানে একমাত্র ভরসা সৌর বিদ্যুৎ৷ যা ডয়চে ভেলেকে জানালেন আভা রিনিউয়েবল এনার্জি লিমিটেড'এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ৷
তিনি জানান, একটি বাড়ি আলোকিত করতে যে সৌর প্যানেল বসাতে হয় তার খরচ সাড়ে ৭ লাখ টাকা৷ এই খরচ ২৫ বছরের জন্য৷ আর এর উৎপাদন খরচ প্রচলিত জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে কম৷ তাই রক্ষণাবেক্ষণে খরচ নেই বললেই চলে৷
এ কে আজাদ বলেন, সৌর বিদ্যুৎ প্যানেল বাড়িতে বাড়িতে না বসিয়ে বড় আকারে বাণিজ্যিকভাবেও স্থাপন সম্ভব৷ অর্থাৎ, অঞ্চল ভিত্তিক মিনি গ্রিড স্থাপন করে ওই এলাকায় বাণিজ্যিকভাবেও বিদ্যুৎ সরবরাহ করা যায়৷ আর এর স্থাপনা খরচ প্রচলিত বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে অনেক কম পড়বে৷
তিনি মনে করেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বকেই শেষ পর্যন্ত সৌর বিদ্যুতের মত নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভর করতে হবে৷ কারন প্রচলিত জীবাস্ম জ্বালানি একসময় শেষ হয়ে যাবে৷
বাংলাদেশে এখন সৌর বিদ্যুতের ব্যবহার প্রতিবছর শতকরা ১৫ ভাগ হারে বাড়ছে৷ তবে দ্রুত এর বিস্তৃতি ঘটাতে সরকারকে আরো উদ্যোগী হতে হবে বল মনে করেন এ কে আজাদ৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ