1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল ভিডিওতে তৃতীয় লিঙ্গের সমঅধিকার

২০ জুন ২০১৭

টেলিকম অপারেটর রবি’র তৈরি একটি পরীক্ষামূলক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷ তাদের ফেসবুক পাতায় শুক্রবার আপলোড করা ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৪০ লাখ বার৷

https://p.dw.com/p/2ezNz
Indien Homosexuelle Gender Rechte Demonstration Regenbogenfahne
ছবি: AP

বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে এই ভিডিওটি নির্মিত হয়েছে৷ এতে দেখা যায়, তৃতীয় লিঙ্গের দু'জন মানুষ একটি রেস্তোরাঁয় ইফতার করতে গিয়ে বিরোধিতার মুখে পড়েছেন৷ প্রথমে রেস্তোরাঁ সংশ্লিষ্ট এক ব্যক্তি তাঁদের চলে যেতে অনুরোধ করেন৷ কিন্তু সেই অনুরোধে সাড়া না দেয়ায় সবুজ টি-শার্ট পরা এক ক্রেতা এসেও তৃতীয় লিঙ্গের ঐ দুই ব্যক্তিকে চলে যেতে বলেন৷

ভিডিওর এই পর্যায়ে এসে দেখা যায়, সবুজ টি-শার্ট পরা ঐ ক্রেতার বিরুদ্ধে একে একে প্রতিবাদ করছেন অনেকে৷ একজন বৃদ্ধ লোকও তাতে অংশ নিয়েছেন৷ প্রতিবাদকারীরা ঐ ক্রেতাকে বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ হলেও তাঁদেরও অন্যান্যদের মতো রেস্তোরাঁতে খেতে আসার অধিকার আছে৷ এভাবে তর্কের এক পর্যায়ে বিষয়টি যে পরিকল্পিত ও ক্যামেরায় ধারণ করা হচ্ছে, তা প্রকাশ করা হয়৷ এরপর প্রতিবাদকারী কয়েকজনের কাছে জানতে চাওয়া হয়, কেন তাঁরা তৃতীয় লিঙ্গের সমান অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন৷

ভিডিওটি সমাজে বাস করা নাম না জানা আলোকিত মানুষদের কথা সবাইকে জানানোর একটি প্রচেষ্টা বলে জানিয়েছে টেলিকম অপারেটর রবি৷ ফেসবুক পাতায় ভিডিওটি আপলোডের সময়  তারা লিখেছে,‘‘আমাদের চারপাশে লুকিয়ে আছে নাম না জানা কত আলোকিত মানুষ! আমরা তাঁদের গল্প ছড়িয়ে দিতে চাই চারদিকে৷''

ইউটিউবেও ভিডিওটি আপলোড করা হয়েছে৷

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য