বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবেই: শেখ হাসিনা
৫ জানুয়ারি ২০১২মহাজোট সরকারের ৩ বছর পূর্তিতে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেন৷ এই ভাষণে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর সরকারের এপর্যন্ত নেয়া কার্যক্রম তুলে ধরেন৷ তিনি বিদ্যুতে দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে রয়েছে৷ ২০১৩ সালে মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে৷ শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি, শিল্প-বাণিজ্য, যোগযোগ, রেল, নদী শাসন, কূটনীতি, যানজট নিরসন, পরিবেশ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে তার সরকারে উন্নয়ন এবং উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন৷
প্রধানমন্ত্রী হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ায় তার সরকারের প্রতিশ্রুতি এবং অগ্রগতির কথা জানান৷
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার তার সরকারের যেমন নির্বাচনী প্রতিশ্রুতি তেমনি দেশের মানুষের প্রাণের দাবি৷ কিন্তু একটি মহল এই বিচার নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷ তিনি বলেন, তাদের এ চেষ্টা সফল হবে না৷ বাংলাদেশে অবশ্যই যুদ্ধাপরাধের বিচার হবে৷ তিনি বিরোধী দলকে সংঘাতের রাজনীতি পরিহার করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান৷ প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক ডিজিটাল বাংলাদেশ৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক