1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ক্লিন্টন

৫ মে ২০১২

চীন সফর শেষে আজ শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ ক্লিন্টনের এই সফরকে নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/14pnx
ছবি: picture-alliance/dpa

মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টনের স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ২০০০ সালে বাংলাদেশ সফর করেছিলেন৷ আর আজ ২০১২ সালে ঢাকা সফরে যাচ্ছেন হিলারি৷ চীনের মানবাধিকার কর্মী চেন গুয়াংচেং গৃহবন্দি অবস্থা থেকে পালিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় গ্রহণ এবং এর পরবর্তী ঘটনা নিয়ে চীন-মার্কিন সম্পর্কে টানাপোড়েনের মধ্যে বেইজিং সফর শেষ করে ঢাকা যাচ্ছেন ক্লিন্টন৷ তবে বাংলাদেশে গিয়েও হয়তো হিলারি ক্লিন্টনকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টিকারী ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কিত বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে – এমন আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের৷

Nobel Friedenspreis Gewinner Muhammad Yunus
ড. মুহাম্মদ ইউনূস ক্লিন্টন পরিবারের ঘনিষ্ট বলে পরিচিতছবি: AP

কারণ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বিশিষ্ট অর্থনীতিবিদ এবং নোবেল পদক বিজয়ী ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস এমনিতেই সারাবিশ্বে সমাদৃত৷ তার উপর ক্লিন্টন পরিবারের সাথেও তাঁর রয়েছে বেশ সখ্য৷ ফলে গত বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসকে সরিয়ে দেওয়া হলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে তার নেতিবাচক প্রভাব পড়ে৷ এমনকি গত বছরের শুরুর দিকে হিলারি ক্লিন্টনের ঢাকা সফরে যাওয়ার কথা থাকলেও সেসময় তা স্থগিত হয়ে যায়৷ তাই এবারের সফরে হিলারির আলোচনায় ড. ইউনূস সম্পর্কিত বিষয় স্থান পাবে এবং ড. ইউনূসের সাথেও তাঁর বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে৷ অবশ্য এ ব্যাপারে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি৷

তবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, হিলারির এই সফরে ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য বৃদ্ধি, দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ দমনে কৌশলগত সহযোগিতা এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে৷

Bangladesch Demonstration Polizei
বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকায় আসছেন ক্লিন্টনছবি: Reuters

এদিকে, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অপহরণ ও গুমের ঘটনা নিয়ে সরকার বেশ চাপের মুখে৷ বিশেষ করে সম্প্রতি বিএনপি নেতা এবং সাবেক সাংসদ ইলিয়াস আলীর গুমের ঘটনা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন৷ ইতিমধ্যে ইলিয়াস আলীর অপহরণের প্রতিবাদে এবং তাঁকে জীবিত উদ্ধারের দাবিতে দুই দফায় পাঁচ দিন হরতাল পালন করেছে বিরোধী দল বিএনপি৷ এসময় পুলিশের সাথে হরতালকারীদের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে৷ এমনকি ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিএনপি৷

এ অবস্থায় আজ ২৪ ঘণ্টার সফরে ঢাকায় নামছেন হিলারি ক্লিন্টন৷ ফলে স্বাভাবিকভাবেই বিরোধী নেতাদের উপর নির্যাতন, হয়রানি, গুম, মানবাধিকার লঙ্ঘন এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল বিষয়ও হিলারির আলোচনায় স্থান পাবে বলে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলওয়ার হোসেন বার্তা সংস্থা রয়টার্স'কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ ড. ইউনূস সংক্রান্ত ঘটনা নিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর আবারো এই সফর বাস্তবে রূপ নিচ্ছে৷ এছাড়া এই সফরেই হিলারি ভারত এবং চীন সফর করছেন৷ ফলে বাংলাদেশ সরকারের জন্য এটি একটি বড় ধরণের কূটনৈতিক সফলতা৷''

উল্লেখ্য, হিলারি ক্লিন্টন ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (রয়টার্স)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য