বাংলাদেশের মাশরাফি
১০ অক্টোবর ২০১৬প্রথম ম্যাচে জয়টা হাতে এসেও ধরা দেয়নি৷ মাত্র ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে পরাজয়ের বেদনা নিয়েই ফিরেছিল বাংলাদেশ৷ সিরিজে ১-০-তে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড৷ রবিবার সেই হতাশা ভুলতেই মাঠে নেমেছিলেন মাশরাফি বিন মুর্তজা৷
কিন্তু টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাই হলো খারাপ৷ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৪২তম ওভারে যখন সপ্তম উইকেটও হারালো, স্কোরবোর্ডে বাংলাদেশের রান তখন মাত্র ১৬৯৷ সেই অবস্থা থেকেই অনেক দিন পর দলে ফেরা নাসির হোসনকে সঙ্গে নিয়ে দলকে টেনে তুললেন মাশরাফি৷ নাসিরের সঙ্গে তাঁর অষ্টম উইকেট জুটিতে বাংলাদেশ পেলো অমূল্য ৬৯ রান৷ সেখানে মাশরাফির অবদান ২৯ বলে ৩ ছক্কা আর ২ চারে ৪৪ রান৷
সেই সুবাদেই ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৩৮ রানের স্কোর পেয়েছিল বাংলাদেশ৷ জয় ছিনিয়ে আনতে দরকার ছিল আক্রমণাত্মক ও কার্যকর বোলিং৷ দুই মানদণ্ডেই সেখানেও মাশরাফিই ছিলেন সেরা৷ ৮ দশমিক ৪ ওভারে তিনি ২৯ রানে ৪ উইকেট আর তাসকিন ৮ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নেয়ায় ২০৪ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড৷ মাশরাফির অল রাউন্ড নৈপুণ্যে ৩৪ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ৷ ম্যাচ সেরার পুরস্কারটা কে পেয়েছেন, বলুন তো! মাশরাফি বিন মুর্তজা!
এসিবি/এসবি