‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নাজুক’
১ জানুয়ারি ২০১২আইন ও শালিস কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে ১০০ টি৷ রাজনৈতিক সংঘাতে ৫৮ জন, সীমান্ত সংঘাতে ১৫৫ জন এবং যৌতুকের কারণে ৫০২ জন নিহত হয়েছে৷ এই সময়ে এসিড ছোঁড়ার ঘটনা ঘটেছে ৬২টি, ধর্ষণ এবং যৌন হয়রানি ৯৯৭টি, শালিসি ও ফতোয়া ৫৯ টি এবং সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটেছে ৩০৪ টি৷
প্রতিবেদন প্রকাশের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনা কমেনি৷ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও তাদের হাতে নির্যাতিত হয়েছে, যা উদ্বেগজনক৷ তিনি বলেন, ‘‘সীমান্তে হত্যা বন্ধে সরকার কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি৷''
সুলতানা কামাল বলেন, ‘‘যুদ্ধাপরাধের বিচার করতে হবে দক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে৷ আর এই বিচারে আরো গতি আনতে হবে৷'' তিনি আরো বলেন, ‘‘সরকার মানবাধিকার রক্ষায় একটি কমিশন গঠন করলেও তা এখনো মুক্ত চিন্তা চেতনায় কাজ করতে পারছে না৷''
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই