বাংলার পশ্চিমের জেলায় বন্যার আশঙ্কা
১০ আগস্ট ২০১৮সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে একটি ভিডিও ছড়িয়েছে সর্বত্র এবং সাড়াও ফেলেছে৷ প্রবল জলস্রোতের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাচ্ছে একটি দোতলা বাড়ি৷ উলটোদিকের বাড়ির জানলা থেকে মোবাইল ফোনের ক্যামেরায় তোলা একটিই সংক্ষিপ্ত ভিডিও, যা দেখে বাঁকুড়া জেলায় অতিবর্ষণের কারণে প্রায় বন্যার মতো পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল৷ কিন্তু জেলার হালফিলের পরিস্থিতি জানতে গিয়ে একটু বোকাই বনতে হলো৷
বাঁকুড়া শহরের বাসিন্দা, পেশায় চিকিৎসক একজন নিজের পরিচয় গোপন রাখার শর্তে ডয়চে ভেলেকে জানালেন, বাঁকুড়ায় কখনোই দু'ঘণ্টার বেশি জল দাঁড়ায় না৷ পশ্চিমবঙ্গের অন্যতম শুকনো জেলা বলে পরিচিত বাঁকুড়ায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে অমন জলস্রোত তৈরি হলেও, বৃষ্টি থামতে, রোদ উঠতেই আবার সব খটখটে শুকনো হয়ে গেছে৷
তবে যে বাড়িটি ভেঙে পড়ার ছবি সাড়া ফেলেছে, সেটার অবস্থান নাকি গন্ধেশ্বরী নদীর খাতে৷ নদীর ধারে নয়, নদীর বুকে৷ নির্দিষ্টভাবে জানিয়েছেন ওই চিকিৎসক৷ নদীখাত দীর্ঘদিন শুকিয়ে যাওয়ায় চড়ার ওপরেই তৈরি হয়েছে স্থায়ী কংক্রিটের নির্মাণ৷ তার মধ্যে যেমন ফ্ল্যাটবাড়ি আছে, তেমনই সরকারি দপ্তরও আছে৷ হঠাৎ প্রবল বৃষ্টিতে শুকনো নদীখাত বেয়ে বন্যার মতো জল ধেয়ে আসায় সামাল দেওয়া যায়নি৷ তবে ভেঙে পড়া বাড়িটির বাসিন্দাদের আগেই নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল৷ ফলে কোনো প্রাণহানি হয়নি৷
আবহাওয়া দপ্তরের হিসেবে সোম থেকে মঙ্গলবারের মধ্যে, ২৪ ঘণ্টায় ৩৫৪ মিমি বৃষ্টি হয় বাঁকুড়ায়৷ তার মধ্যে ২৩৯ মিমি বৃষ্টি হয়েছে মাত্র তিন ঘণ্টায়৷ ফলে ওই জলস্রোত৷ বৃষ্টি না কমলে লাগোয়া ঝাড়খণ্ডে অবস্থিত একাধিক নদীবাঁধের স্লুইস গেট খুলে দেওয়া হতে পারে বলে সতর্কতা জারি হয়েছিল৷ সেক্ষেত্রে যেহেতু বাঁধগুলি পাহাড়ি টিলার ওপর, একটু উচ্চতায় অবস্থিত, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের সমতল এলাকায় হড়কা বান, অর্থাৎ আচমকা জলস্রোত ধেয়ে এসে সব ভাসিয়ে দেওয়ার আশঙ্কা ছিল৷ পরের দু'দিনে বৃষ্টি কমে যাওয়ায় সেই সম্ভাবনা আপাতত কিছুটা কম৷ গত মরশুমে ঝাড়খণ্ডের ওই বাঁধগুলির থেকে জল ছাড়ার কারণেই পশ্চিমবঙ্গে ৬০ জনের মৃত্যু হয়৷
এদিকে মেদিনীপুরের পরিস্থিতিও আশঙ্কাজনক৷ পশ্চিম মেদিনীপুরে সুবর্ণরেখা নদীতে জল বাড়ছে৷ শিলাবতী, বা শিলাই নদীর জলও বিপদসীমা ছুঁয়েছে৷ এর মধ্যেই জল ঢুকেছে দাঁতন-২ ব্লকের বেশ কিছু গ্রামে৷ পূর্ব মেদিনীপুরে কংসাবতী নদীর বাঁধে ফাটল ধরে জল ঢুকেছে পাঁশকুড়ায়৷ ঝাড়গ্রামের আপাত শীর্ণ, শান্ত ডুলুং নদীরও দুকূল প্লাবিত৷ নদীর ধারের গ্রামগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ প্রশাসন প্রস্তুতি নিচ্ছে আরও প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার৷ কারণ এর পর দু-একদিনের টানা বৃষ্টিই বন্যা ডেকে আনবে৷ রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জেলায় জেলায় ঘুরছেন৷ সতর্ক রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে৷