1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন

২৬ ডিসেম্বর ২০১২

বিশ্বের দীর্ঘতম দ্রুত গতির রেলসেবা চালু করলো চীন৷ বুধবার সবচেয়ে দীর্ঘ যাত্রাপথের এই ‘বুলেট ট্রেন’ সার্ভিস চালু করেছে তারা৷ এর ফলে দক্ষিণের সমুদ্র তীরবর্তী শহর গুয়াংঝু থেকে রাজধানী বেইজিং-এ যেতে সময় লাগবে মাত্র আট ঘণ্টা৷

https://p.dw.com/p/17990
View of a CRH (China Railway High-speed) train and a CRH3 train leaving for Tianjin during a test run at the Beijing South Railway Station in Beijing, 31 July 2008. The Beijing-Tianjin high-speed railway will officially open on Friday (August 1). The line would be the first high-speed intercity rail line in China, at 350 km per hour. The journey time between the two cities will be reduced to 30 minutes. The railway, on which construction started in July 2005, was built at a total cost of 21.5 billion yuan (US$3.1 billion). Foto: jingbao/Imaginechina +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

দক্ষিণ চীন সাগরের উপকূলের কাছেই অবস্থিত গুয়াংঝু শহরটি, যেটা অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বলে বিবেচিত৷ আগে এই শহর থেকে বেইজিং-এ যেতে লাগতো ২২ ঘণ্টা৷ তবে এবার থেকে সেই দূরত্ব পার হওয়া যাবে মাত্র ৮ ঘণ্টায়৷ স্থানীয় সময় সকাল নয়টায় প্রথম ট্রেনটি বেইজিং-এর পশ্চিম স্টেশন থেকে গুয়াংঝুর উদ্দেশ্যে ছেড়ে যায়৷ এর এক ঘণ্টা পরেই গুয়াংঝু থেকে একটি ট্রেন বেইজিং-এর উদ্দেশ্যে ছাড়ে৷ এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দীর্ঘপথের দ্রুত গতির ট্রেন চালু হলো৷ গুয়াংঝু থেকে বেইজিং-এর দূরত্ব প্রায় ২,২৯৮ কিলোমিটার৷

চীনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘ এই যাত্রাপথে বুলেট ট্রেনের গতি হবে গড়ে ঘণ্টায় ৩০০ কিলোমিটার৷ মোট ৩৫টি স্টেশনে থামবে এই ট্রেনটি৷ যাত্রাপথে পড়বে ঝেংঝু, উহান, চাংশার মতো শহর৷ মূলত ঝেংঝু এবং বেইজিং-এর সংযোগ রেলপথ চালু হওয়ার পর, সবচেয়ে দীর্ঘ রেলপথের বুলেট ট্রেন সার্ভিসের গৌরব অর্জন করলো চীন৷ এর মাধ্যমে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীন আবারও তার সামর্থ্যের পরিচয় দিলো৷

CRH380 (China Railway High-speed) Harmony bullet trains are seen at a high-speed train maintenance base in Wuhan, Hubei province, early December 25, 2012. China will open the world's longest high-speed rail line this week when a link between Beijing and the southern metropolis of Guangzhou is inaugurated, officials said on Saturday, underscoring its commitment to a trouble-plagued transport scheme. Rail investment slowed sharply in the wake of that accident and state media reported earlier this year that the government had cut planned railway investment by 500 billion yuan ($80.27 billion) to 2.3 trillion yuan under a five-year plan to 2015. REUTERS/Stringer (CHINA - Tags: TRANSPORT SOCIETY BUSINESS TPX IMAGES OF THE DAY) CHINA OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN CHINA
মোট আটটি দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে এই বুলেট ট্রেনের জন্যছবি: Reuters

গত ২০০৭ সালে চীনে দ্রুতগতির ট্রেন চালু হয়৷ চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, বর্তমানে গোটা দেশের ৯,৩০০ কিলোমিটার রেলপথে দ্রুত গতির ট্রেন চলাচল করছে৷ আর সরকারি পত্রিকা জানাচ্ছে, চীনা সরকার আগামী ২০২০ সালের মধ্যে ৫০ হাজার কিলোমিটার রেলপথে এই বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করেছে৷ মোট আটটি দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে এই বুলেট ট্রেনের জন্য৷ এগুলো দেশের পূর্বের সঙ্গে পশ্চিম এবং উত্তরের সঙ্গের দক্ষিণের যোগাযোগ রক্ষা করবে৷

তবে চীনের এই বুলেট ট্রেনের নিরাপদ যাত্রা ব্যবস্থা সম্পর্কে সন্দেহ রয়ে গেছে৷ গত বছরের জুলাই মাসে দ্রুত গতির ট্রেনের দুর্ঘটনায় ৪০ জন প্রাণ হারায়৷ চীনা যোগাযোগ বিভাগের উপ-প্রধান ঝাও চুনলেই তাই এই ব্যাপারে বলেছেন, ‘‘আমরা একেবার নির্ভুল ব্যবস্থার নিশ্চয়তা এখনও দিতে পারছি না৷ তাছাড়া, এ ব্যাপারে জনগণের পক্ষ থেকেও আমাদের ওপর বেশ চাপ রয়েছে৷''

আরআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য