1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ায় বোকো হারাম হত্যাকাণ্ড

১৫ জানুয়ারি ২০১৫

একজন সন্তানসম্ভবা মহিলাকে প্রসব করার সময় গুলি করে হত্যা করেছে বোকো হারাম: এমনই সব বিভীষণ কাহিনি অ্যামনেস্টি শুনেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে৷ সেই সঙ্গে রয়েছে বাগা এবং ডোরন বাগা-র স্যাটেলাইট থেকে তোলা ছবি৷

https://p.dw.com/p/1EKoy
EINSCHRÄNKUNG Amnesty Meldung Nigeria Zerstörung durch Boko Haram
ছবি: Amnesty International/DigitalGlobe

বাগা শহরটি উত্তর-পূর্ব নাইজেরিয়ায়, চাড হ্রদের তীরে৷ ডোরন বাগা তার মাত্র আড়াই কিলোমিটার দূরে৷ তেসরা জানুয়ারি যাবৎ এখানে বোকো হারামের যোদ্ধারা তাদের ছ'বছরের অভিযানের সবচেয়ে প্রাণঘাতী হত্যাকাণ্ড চালিয়েছে৷

সেই হত্যাকাণ্ডে কতোজন মারা গেছে, তার কোনো সঠিক খবর নেই৷ নাইজেরিয়ার সামরিক বাহিনী সাধারণত নিহতের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা করে – তারা এ সপ্তাহে বলেছে, বাগা-য় শ'দেড়েক মানুষ প্রাণ হারিয়েছে, দু'হাজার মানুষ নিহত হবার খবরটা অতিরঞ্জিত৷

অপরদিকে অ্যামনেস্টি শত শত মানুষ নিহত হবার কথা বলেছে৷ দৃশ্যত বোকো হারামের লক্ষ্য ছিল, যে সব বেসামরিক সশস্ত্র গোষ্ঠী সামরিক বাহিনীকে সাহায্য করছে, তাদের বিনষ্ট করা৷ এক প্রত্যক্ষদর্শী অ্যামনেস্টি-কে বলেছেন: ‘‘ওরা এতো মানুষ মেরেছে, আমি ঐ সময় বাগা-য় প্রায় এক'শো মানুষ খুন হতে দেখেছি৷ আমি জঙ্গলে দৌড় লাগাই৷ আমরা যখন দৌড়চ্ছি, তখনও গুলি আর হত্যার আওয়াজ শুনেছি৷''

Anschlag Kano Nigeria
নাইজেরিয়ার বৃহত্তম শহর কানো’তে গত নভেম্বর মাসের ধ্বংসযজ্ঞছবি: Reuters

আরেক মহিলা বলেছেন: ‘‘আমি জানি না কতোগুলো, কিন্তু যেখানেই দেখেছি, সেখানেই লাশ পড়ে ছিল৷'' স্থানীয় সরকারি কর্মকর্তারাও বহু মানুষ নিহত হওয়ার কথা বলেছেন৷ প্রত্যক্ষদর্শীরা ফরাসি এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন মরাপচা লাশ রাস্তায় পড়ে থাকার কথা৷ তিনদিন লুকিয়ে থাকার পর বাগা থেকে পালানোর সময় এক প্রত্যক্ষদর্শী নাকি পাঁচ কিলোমিটার ধরে ‘‘লাশ মাড়িয়ে চলেছেন''৷ হিউম্যান রাইটস ওয়াচ-এর বিবরণে বাগা-র এক বাসিন্দা বলেছেন: ‘‘লাশ গোনার জন্য কেউ পড়ে থাকেনি৷ আমরা সকলেই বোকো হারাম যোদ্ধারা শহরে ঢোকার আগে পালানোর চেষ্টায় ছিলাম৷ বোকো হারাম ইতিমধ্যে গোটা এলাকাটা দখল করে ফেলেছে৷''

অ্যামনেস্টি এবং এইচআরডাব্লিউ, উভয় মানবাধিকার সংগঠন পৃথকভাবে বাগা এবং ডোরন বাগা লোকালয় দু'টির স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে৷ সেই ইমেজে ‘‘বিপর্যয়মূলক ধ্বংস'' দেখা যাচ্ছে, বলে জানিয়েছে অ্যামনেস্টি: বাগায় ৬২০টি বাড়ি, ডোরন বাগা-য় ৩,১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত বা বিনষ্ট হয়েছে৷ এইচআরডাব্লিউ জানিয়েছে, বাগা-র ১১ শতাংশ এবং ডোরন বাগা-র ৫৭ শতাংশ ধ্বংস হয়েছে, খুব সম্ভবত অগ্নিকাণ্ডে – ডোরন বাগা আরো বেশি ধ্বংস হয়েছে কেননা সেখানে একটি সামরিক ঘাঁটি আছে৷

নাইজেরিয়া, নাইজার এবং চাড -এর সৈন্য সম্বলিত একটি মাল্টিন্যাশনাল জয়েন্ট টাস্ক ফোর্স বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে৷ বাগা-র চারপাশে অন্তত ১৬টি গ্রাম বা বসতি পুড়িয়ে দেওয়া হয়েছে, বিশ হাজার মানুষ পলাতক৷ ‘ডক্টর্স উইদাউট বর্ডার্স' মঙ্গলবার জানিয়েছে, বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরি-তে তাদের ক্যাম্পে বাগা হত্যাকাণ্ডের পাঁচ হাজার উদ্বাস্তুকে সাহায্য করা হচ্ছে৷ ইউএনএইচসিআর-এর বিবৃতি অনুযায়ী এগারো হাজারের বেশি নাইজেরীয় উদ্বাস্তু চাড-এ পলায়ন করেছেন৷ চাড এবার বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধে ক্যামেরুন-কে সাহায্য করার প্রস্তাব দিয়েছে৷

অ্যামনেস্টির মতে, বোকো হারামের এই সর্বশেষ হত্যা তথা ধ্বংস অভিযান যুদ্ধাপরাধ হিসেবে গণ্য৷ প্রত্যক্ষদর্শীরা অ্যামনেস্টিকে জানিয়েছেন, বোকো হারাম কী ভাবে ৩০০ মহিলাকে তুলে ধরে নিয়ে গিয়ে একটি স্কুলে বন্দি করে রেখেছে৷ চারদিন বন্দিদশার পর প্রবীণা, যারা মা হয়েছেন এবং শিশুকন্যাদের ছেড়ে দেওয়া হয় – কিন্তু তরুণ মহিলাদের আটকে রাখা হয়েছে৷

এসি/এসবি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য