1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাভেরিয়া থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক

২৮ মার্চ ২০১৮

দক্ষিণ জার্মানির বাভেরিয়ার একটি অঞ্চল থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধার হয়েছে হাতে তৈরি বোমাও৷ এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে৷

https://p.dw.com/p/2v6hT
Sprengstofffund in Obdachlosenunterkunft in Schweinfurt
ছবি: picture- alliance/Newss/Merzbach

তাহলে কি বড়সড় কোনো নাশকতার ছক কষা হচ্ছিল বাভেরিয়ায়? প্রশ্ন ভাসছে গোটা জার্মানি জুড়েই৷ কারণ, সেখানকার একটি হোমলেস শেলটার থেকে বেশ কিছু হাতে বানানো বোমা এবং প্রচুর বোমা তৈরির রসদ উদ্ধার করেছে পুলিশ৷ সোমবার একটি হোমলেস শেলটারের বেসমেন্ট থেকে এসব উদ্ধার করে পুলিশ৷ প্রাথমিকভাবে ৪ জন জার্মান নাগরিককে আটক করা হলেও পরে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়৷ গ্রেফতার করা হয় ৩৫ বছরের এক ব্যক্তিকে৷ অভিযোগ, তিনিই ওই বিস্ফোরকগুলির মালিক৷

ঘটনার সূত্রপাত সোমবার৷ ওই দিন পুলিশ খবর পায় বাভেরিয়ার শোয়াইনফুর্ট অঞ্চলের একটি হোমলেস শেলটারের বেসমেন্টে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করা আছে৷ খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ৷ ওই বাড়িটির এবং আশপাশের বাড়িগুলির সকলকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়, কারণ, কোনো কারণে বিস্ফোরণ হলে প্রাণহানির আশঙ্কা থাকতো৷ এরপর বেসমেন্টে গিয়ে পুলিশ উদ্ধার করে বেশ কিছু হাতে তৈরি বোমা, ১ কিলোগ্রাম হাতে তৈরি বিস্ফোরক এবং ৩০ লিটার বিস্ফোরক তৈরির রাসায়নিক, যার মধ্যে ট্রায়াকটোন ট্রাইপারঅক্সাইডও ছিল৷  এই রাসয়নিকটিই ব্যবহার করা হয়েছিল প্যারিস হামলার সময়৷ পুলিশের সন্দেহ, ওই বাড়িটিতে বসেও একই ধরনের কোনো হামলার ছক কষা হচ্ছিল৷

এত বিস্ফোরক দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ৷ বিস্ফোরক উদ্ধারের পর তাঁদের আবার নিজেদের বাড়িতে চলে যেতে বলে পুলিশ৷ পার্শ্ববর্তী একটি মাঠে ফাটিয়ে দেওয়া হয় বোমাগুলি৷ বিস্ফোরক তৈরির মশলাও নষ্ট করে দেওয়া হয়৷

এসজি/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য