বাভেরিয়া থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক
২৮ মার্চ ২০১৮তাহলে কি বড়সড় কোনো নাশকতার ছক কষা হচ্ছিল বাভেরিয়ায়? প্রশ্ন ভাসছে গোটা জার্মানি জুড়েই৷ কারণ, সেখানকার একটি হোমলেস শেলটার থেকে বেশ কিছু হাতে বানানো বোমা এবং প্রচুর বোমা তৈরির রসদ উদ্ধার করেছে পুলিশ৷ সোমবার একটি হোমলেস শেলটারের বেসমেন্ট থেকে এসব উদ্ধার করে পুলিশ৷ প্রাথমিকভাবে ৪ জন জার্মান নাগরিককে আটক করা হলেও পরে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়৷ গ্রেফতার করা হয় ৩৫ বছরের এক ব্যক্তিকে৷ অভিযোগ, তিনিই ওই বিস্ফোরকগুলির মালিক৷
ঘটনার সূত্রপাত সোমবার৷ ওই দিন পুলিশ খবর পায় বাভেরিয়ার শোয়াইনফুর্ট অঞ্চলের একটি হোমলেস শেলটারের বেসমেন্টে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করা আছে৷ খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ৷ ওই বাড়িটির এবং আশপাশের বাড়িগুলির সকলকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়, কারণ, কোনো কারণে বিস্ফোরণ হলে প্রাণহানির আশঙ্কা থাকতো৷ এরপর বেসমেন্টে গিয়ে পুলিশ উদ্ধার করে বেশ কিছু হাতে তৈরি বোমা, ১ কিলোগ্রাম হাতে তৈরি বিস্ফোরক এবং ৩০ লিটার বিস্ফোরক তৈরির রাসায়নিক, যার মধ্যে ট্রায়াকটোন ট্রাইপারঅক্সাইডও ছিল৷ এই রাসয়নিকটিই ব্যবহার করা হয়েছিল প্যারিস হামলার সময়৷ পুলিশের সন্দেহ, ওই বাড়িটিতে বসেও একই ধরনের কোনো হামলার ছক কষা হচ্ছিল৷
এত বিস্ফোরক দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ৷ বিস্ফোরক উদ্ধারের পর তাঁদের আবার নিজেদের বাড়িতে চলে যেতে বলে পুলিশ৷ পার্শ্ববর্তী একটি মাঠে ফাটিয়ে দেওয়া হয় বোমাগুলি৷ বিস্ফোরক তৈরির মশলাও নষ্ট করে দেওয়া হয়৷
এসজি/এসিবি (রয়টার্স)