বার্লিন এখন রোমের চেয়েও ট্যুরিস্টদের কাছে বেশি প্রিয়
২২ ডিসেম্বর ২০১০চলতি বছর প্রথমবারের মত দুই কোটি পর্যটক রাত্রি যাপন করেছেন বার্লিনে৷ আর রোমে রাত কাটিয়েছেন এক কোটি ছিয়াশি লাখ পর্যটক৷ বার্লিন প্রাচীরের ধ্বংসাবশেষ ও বিশ্বের বেশ কিছু চমত্কার মিউজিয়ামের জন্য বার্লিন দেশ বিদেশের ট্যুরিস্টদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান৷ অন্যদিকে, রোম জনপ্রিয় তার প্রাচীন ধ্বংসস্তূপ ও ভ্যাটিকানের জন্য৷ পর্যটন শহর হিসেবে বার্লিনের জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে গত বেশ কয়েক দশক থেকে৷ দ্রষ্টব্য স্থানগুলোর জন্যই শুধু নয়, বার্লিন জনপ্রিয় তার সহজে চলাচল করার সুবিধার জন্যও৷ রাস্তাঘাট সেখানে সব সময় জনাকীর্ণ থাকে না৷
বার্লিনের মেয়র ক্লাউস ভোভেরাইট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৫৫ বছর লেগেছিল বার্লিনের জনসংখ্যা এক কোটি হতে৷ আর দ্বিতীয় এক কোটি জনসংখ্যা সংখ্যা হতে লেগেছে মাত্র দশ বছর৷
বার্লিনের অবশ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বার্লিন প্রাচীরের কিছু ভগ্নাবশেষ, সুবিখ্যাত প্যার্গামন মিউজিয়াম, মনোহর প্রাসাদ এবং বার্লিনের অদূরে পট্সডাম শহরে প্রাশান সম্রাটের প্রাসাদ আর সংলগ্ন পার্ক৷ ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ তোরণের পাশের হলোকস্ট স্মৃতিসৌধ ও মিউজিয়ামটিও পর্যটকদের আকর্ষণ করে৷ তরুণ পর্যটকরা উপভোগ করেন শহরের নাইটক্লাবগুলো৷
পর্যটন বিষয়ক কর্মকর্তারা বলেছেন, লন্ডন ও প্যারিসকে ধরে ফেলতে অবশ্য বার্লিনকে এখনো অনেক চেষ্টা করতে হবে৷ চলতি বছর লন্ডনে রাত্রিযাপন করেছেন সাড়ে চার কোটি এবং প্যারিসে তিন কোটি চল্লিশ লাখ ট্যুরিস্ট৷ ইটালি, ব্রিটেন, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যটকরাই বার্লিনে আসেন সবচেয়ে বেশি৷
প্রতিবেদন: আবদুস সাত্তার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক