চিন্তিত ইইউ নেতারা
১২ ডিসেম্বর ২০১২কারণ ইটালি ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ৷ তারা যদি সমস্যায় পড়ে মানে, ইটালিকে যদি গ্রিসের মতো আর্থিক সহায়তা দেয়ার প্রয়োজন পড়ে, তাহলে সেটা হবে ইউরোজোনের জন্য খারাপ খবর৷ এর আগে সে সম্ভাবনা দেখাও গিয়েছিল৷ কিন্তু ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেয়ায় সমস্যা এড়ানো গিয়েছিল৷ আর সেটা সম্ভব হয়েছিল ইটালিতে মারিও মন্টির সরকার থাকায়৷ যদিও তারা নির্বাচিত সরকার ছিল না৷ কিন্তু সপ্তাহান্তে মন্টি বলেছেন, কয়েক দিনের মধ্যেই তিনি পদত্যাগ করবেন৷ ফলে আর দু'তিন মাসের মধ্যেই ইটালিতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাতে জয়ী হয়ে আসতে পারেন সেই বার্লুসকোনি, যিনি আসলে ইটালির অর্থনৈতিক দুরবস্থার জন্য দায়ী৷ ইউরোপের নেতাদের চিন্তাটা সে কারণেই৷
এদিকে মন্টির পদত্যাগের কারণ, তাঁর সরকার হচ্ছে টেকনোক্রেট সরকার৷ আর্থিক দুরবস্থা সামলাতে গত বছর নভেম্বরে মন্টির নেতৃত্বে এই সরকার গঠিত হয়েছিল৷ তাতে অনুমোদন দিয়েছিল ইটালির সব রাজনৈতিক দলগুলো৷ কিন্তু গত সপ্তাহে বার্লুসকোনির দল মন্টি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়৷ তাই চলে যেতে হচ্ছে মন্টিকে৷ এদিকে মজার ব্যাপার হচ্ছে, বার্লুসকোনির কারণে ইটালির আর্থিক পরিস্থিতি খারাপ হতে শুরু করলেও, উল্টো বার্লুসকোনিই এখন মন্টিকে মন্দার জন্য দায়ী করছেন৷ তিনি বলছেন, মন্টি জার্মানির পরামর্শ অনুযায়ী কাজ করার কারণেই নাকি ইটালির এই অবস্থা৷
বার্লুসকোনির রাজনীতিতে ফিরে আসার ঘোষণায় ইতিমধ্যে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে৷ কেননা বিনিয়োগকারীদের আশঙ্কা, মন্টি যে সংস্কার কাজ শুরু করেছিলেন সেটা বন্ধ করে দিতে পারেন বার্লুসকোনি৷ ফলে ইটালি আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারে৷ তবে জার্মানির আশা, ইটালির নির্বাচনে যেই জিতুক তারা যেন মন্টির সংস্কার কাজ চালু রাখে৷ নইলে সেটা পুরো ইউরোপের জন্যই ‘বেশ খারাপ' হবে বলে মনে করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷