বার্সেলোনার আকর্ষণ লা রামব্লা
১৫ জুলাই ২০১৫বার্সেলোনা শহরের ‘লা রামব্লা' সড়ক এক কিলোমিটারের চেয়ে একটু বেশি বড়৷ প্লাসা দে কাটালুনিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এটি বিস্তৃত৷ পথের শেষে কলম্বাসের বিখ্যাত মূর্তি শোভা পাচ্ছে৷ গোটা সড়কটি পাঁচটি ভাগে বিভক্ত৷ প্রত্যেকটির নিজস্ব একটি করে নাম রয়েছে৷ তাই সড়কের স্প্যানিশ নামটিই বহুবচনে রাখা হয়েছে৷
জন্ম থেকেই বার্সেলোনা শহরে বসবাস করছেন খুয়ান বায়েন৷ তাঁর পছন্দের জায়গা ‘রামব্লা সান জুসেপ'৷ অনেক ফুলের দোকান থাকায় জায়গাটিকে আদর করে ‘রামব্লা দে লাস ফ্লোরেস'-ও বলা হয়৷ খুয়ান বলেন, ‘‘এই লা রামব্লা-ই হলো ক্যাটালোনিয়ার প্রথম জায়গা, যেখানে ফুল বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল৷ তাই আজও ছোট-ছোট স্টলগুলিতেও এই রীতি চালু আছে৷ তারা এখনো পুরনো আমলের ঐতিহ্য অটুট রেখেছে৷ এটা সত্যি সুন্দর৷''
এর নাম ‘লা রামব্লা'৷ এখানকার ক্যাফে-গুলি ইতিহাসের সাক্ষী৷ আজ সেখানে মূলত পর্যটকদেরই ভিড় দেখা যায়৷ সারা বছর ধরেই তাদের সমাগম ঘটে৷ ফলে পকেটমারদের পোয়াবারো৷ শিল্পীরাও পর্যটকদের আমোদ দিয়ে দু'পয়সা কামিয়ে নেন৷ কেউ বলেন, ‘‘সবুজ, খোলা, সুন্দর – কিন্তু চরম ব্যস্ততায় ভরা৷ ভালো লাগে৷'' এক বলেন, ‘‘কিছুটা প্যারিসের শঁজেলিজের কথা মনে পড়ে৷ খুবই খাঁটি পরিবেশ, বিশেষ করে ‘লা বোকেরিয়া' নামের পিছনের ছোট্ট বাজারটি৷ অসাধারণ৷''
‘ফন দে কানালেটেস' ফোয়ারা খুয়ান বায়েনের প্রিয় জায়গাগুলির অন্যতম৷ তিনি বলেন, ‘‘এই জল – সত্যি অসাধারণ৷ একটি কিংবদন্তি অনুযায়ী যে এই ফোয়ারার পানি খাবে, সে চিরকালের জন্য বার্সেলোনায় থেকে যাবে৷'
অনেক পর্যটকই বার্সেলোনায় থেকে যেতে এবং ‘লা রামব্লা'-য় হেঁটে বেড়াতে আপত্তি করবেন না৷