1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন প্রেসিডেন্ট কর ফাঁকি দিলে টিমের কি?

২৩ এপ্রিল ২০১৩

মঙ্গলবার মিউনিখের অ্যালিয়ান্ৎস অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন বনাম বার্সার খেলা৷ এর ঠিক আগে বায়ার্ন প্রেসিডেন্ট উলি হ্যোনেসের কর ফাঁকি কেলেঙ্কারি যেন ফুটবল জগতে রাজনীতির অনধিকার প্রবেশ৷

https://p.dw.com/p/18Kmg
উলি হ্যোনেসছবি: AFP/Getty Images

উলি হ্যোনেস বলতে বায়ার্ন, বায়ার্ন বলতে উলি হ্যোনেস৷ বছর তিরিশেক প্লেয়ার এবং ম্যানেজার থাকার পর ২০০৯ সাল থেকে তিনি ক্লাব প্রেসিডেন্ট৷ সে যাবৎ বেকেনবাউয়ারকেও অতীত স্মৃতির পর্যায়ে ঠেলে দিয়ে, কার্ল-হাইনৎস রুমেনিগেকে পার্শ্বচরিত্রে পরিণত করে এই উলি হ্যোনেস বহির্বিশ্বে বায়ার্নের প্রতিভূ, প্রতিনিধি তথা প্রতীক হয়ে উঠেছেন৷

পৈতৃক সূত্রে একটি সসেজ কোম্পানির মালিক হ্যোনেস যখন ইউরোপ তথা বিশ্বের সর্বাপেক্ষা ধনি ক্লাবগুলির মধ্যে একটির দায়িত্ব নেন, তখন সে ক্লাবের ব্যবসায়িক দিকটা ভালোই চলে – বায়ার্নেরও যেমন চলছে৷ অন্যদিকে উলি হ্যোনেস নামের যে বিত্তশালী ব্যক্তি আয়কর বাঁচানোর জন্য সুইজারল্যান্ডের কোনো ব্যাংকে দৃশ্যত কয়েক লাখ কিংবা কয়েক কোটি ইউরো গচ্ছিত রেখেছেন, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়েই সেই সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন বলে ধরে নেওয়া যেতে পারে৷

দৃশ্যত হ্যোনেসের আশা ছিল, সুইজারল্যান্ডের ব্যাংকগুলিতে জার্মান লগ্নিকারীদের জামানত দুই দেশের মধ্যে একটি চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে৷ কিন্তু সে চুক্তি জার্মান সংসদের উচ্চকক্ষের অনুমোদন পায়নি; ফলে হ্যোনেসকে নিজেই আয়কর বিভাগকে খবর দিতে হয়েছে যে, তাঁর সুইজারল্যান্ডে একটি অঘোষিত অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে এক অজ্ঞাত পরিমাণ অর্থ জমা করা আছে৷

Fußball Champions League Paris St. Germain gegen FC Barcelona
লিওনেল মেসি খেলতে পারবেন তো?ছবি: REUTERS

কিন্তু যেহেতু ধনি জার্মানদের আয়কর ফাঁকি দিয়ে বিদেশে জামানত করার ব্যাপারটা রাজনৈতিক বিচারে অত্যন্ত স্পর্শকাতর – বিশেষ করে সংসদীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে – সেহেতু বিগত সপ্তাহান্ত যাবৎ হ্যোনেস কেলেংকারি জার্মান রাজনীতি ও মিডিয়ার ক্ষেত্রে অন্য সব বিষয়কে ছাপিয়ে গেছে৷ এবার হ্যোনেস মিডিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার কথাও বলেছেন৷ মোট কথা, তিনি বায়ার্নের গদি ছাড়ছেন না৷

মঙ্গলবারের খেলার আগে যেখানে সারা বিশ্বের প্রশ্ন, লিওনেল মেসি খেলতে পারবেন কিনা, সেখানে জার্মানির মিডিয়া দেখলে মনে হবে, হ্যোনেসের কর ফাঁকিটাই হল ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় খবর৷ জার্মান মিডিয়ার এই প্রতিক্রিয়ার একটা কারণ হয়ত এই যে, বুন্ডেসলিগায় বায়ার্নের একাধিপত্য নিয়ে গুঞ্জন শুরু হয়েছে৷ বায়ার্ন চলতি মরশুমের লিগ খেতাব নিশ্চিত করার পরেও বিপুল গোলের ব্যবধানে একটির পর একটি বুন্ডেসলিগা প্রতিপক্ষকে ধরাশায়ী করে চলেছে৷ এই পরিস্থিতিতে হোয়েনেস কেলেঙ্কারি প্রমাণ করছে যে, বায়ার্ন এই মাটির পৃথিবীর একটি ক্লাব এবং সেই ক্লাবের কর্মকর্তারাও ভুল করে থাকেন, অন্তত ব্যক্তিগত পর্যায়ে৷

মজার কথা, স্পেনের লা লিগায় বার্সার একাধিপত্য নিয়েও নাকি একই ধরনের কথা উঠেছে৷ এমনকি এ-ও বলা হচ্ছে যে, বার্সার আর লা লিগার খেতাব সংগ্রহে তেমন আগ্রহ নেই, তারা নাকি এবার খেতাব জিতলেও বিশেষ কোনো উৎসব-অনুষ্ঠানের আয়োজন করবে না৷ আবার হয়ত মিউনিখের অ্যালিয়ান্ৎস অ্যারেনাতেই প্রমাণ হয়ে যাবে যে, বায়ার্ন কিংবা বার্সা, এদের কেউই স্বর্গের দেবদূতদের দল নয় – তাদের কর্মকর্তারা তো নয়ই!

এসি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য