1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্নে থাকতে মরিয়া গ্রিন

৩০ জুলাই ২০১৪

বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নাটকীয় গোল করে আলোচনায় আসা ইউলিয়ান গ্রিন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখেই থাকতে চান৷ মার্কিন জাতীয় দলে নিজের যোগ্যতার প্রমাণ রাখা এই খেলোয়াড় বায়ার্ন ছেড়ে কোথাও যেতে রাজি নন৷

https://p.dw.com/p/1ClxR
Julian Green
ছবি: picture-alliance/dpa

জার্মান-অ্যামেরিকান ফুটবলার গ্রিনের উপর ভালোই ভরসা রেখেছিলেন মার্কিন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান৷ বিশ্বকাপ দলে সুযোগ দেন তাঁকে৷ আর বেলজিয়ামের বিপক্ষে খেলায় দলের পক্ষে চমৎকার এক গোল করেন তিনি, যা নজর কেড়েছে সবার৷ যদিও সে খেলায় ২-১ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র৷

গ্রিন বলেন, ‘‘গোলটি আমার জন্য বিশেষ কিছু ছিল৷ এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে৷''

গ্রিন এখন বায়ার্ন কোচ পেপ গুয়ার্দিওয়ালার আস্থা অর্জনের চেষ্টা করছেন৷ বায়ার্ন কোচ অবশ্য ইতোমধ্যে জানিয়েছেন, তিনি গ্রিনকে চলতি মৌসুমে কাছেই রাখবেন৷ ধারে কোথাও পাঠাবেন না৷

গ্রিন এই বিষয়ে বলেন, ‘‘আমি শুধু কোচকে বোঝাতে চাই যে, আমি তাঁর কাজে লাগতে পারি৷ আর যদি সুযোগ পাই তাহলে সেরা খেলাটাই খেলবো৷''

Julian Green
বায়ার্ন সতীর্থদের সঙ্গে গ্রিন (বাঁ দিক থেকে দ্বিতীয়)ছবি: picture-alliance/dpa

তিনি বলেন, ‘‘কোচের সঙ্গে আমার সম্পর্ক চমৎকার৷ তাঁর প্রতি আমার আস্থা রয়েছে৷ একজন তরুণ খেলোয়াড়ের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷''

গ্রিন সাফ জানিয়েছেন, তাঁর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বায়ার্ন মিউনিখ৷ ধারে কোথাও খেলা বা অন্য কোথাও যাওয়ার কথাও ভাবছেন না তিনি৷ বায়ার্নেই খেলতে চান গ্রিন৷

এদিকে, বুন্ডেসলিগার আগে গা গরম করতে এখন যুক্তরাষ্ট্র সফর করছে বায়ার্ন মিউনিখ৷ সেখানে দুটি প্রস্তুতিমূলক খেলায় অংশ নেবে জার্মানির সবচেয়ে বড় এই ক্লাবটি৷

মার্কিন ক্লাবগুলো ফুটবলের মানোন্নয়নে ভালো উদ্যোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন ১৯ বছর বয়সি গ্রিন৷ বিশেষ করে ইংল্যান্ডের ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং স্পেনের ডাভিড ভিয়ার মতো খেলোয়াড়দের মার্কিন ক্লাবে যোগ দেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি৷

এআই / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য