1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ুদূষণে ৭০ লাখ মানুষের মৃত্যু

২৬ মার্চ ২০১৪

প্রতি বছর বিশ্বে বায়ুদূষণের কারণে অন্তত ৭০ লাখ মানুষের মৃত্যু হয়৷ এদের মধ্যে অর্ধেকই মারা যায় স্টোভ থেকে ঘরের মধ্যে সৃষ্ট ধোঁয়ার কারণে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/1BVbv
Brüssel Smog 14.03.2014
ছবি: picture alliance/AP Photo

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, প্রতি আটজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ বায়ুদূষণ৷ ফলে বর্তমানে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ৷ লন্ডনের কিংস কলেজের পরিবেশ গবেষণা বিভাগের পরিচালক ফ্র্যাঙ্ক কেলি বলেছেন, ‘‘আমরা সবাই নিঃশ্বাস ত্যাগ করি, যা দূষণের প্রধান একটি কারণ আর এটি বন্ধ করার কোন উপায় নেই৷''

বায়ুদূষণের ক্ষতিকর দিকটি হল, ছোট ছোট উপাদান ফুসফুসে ঢুকে যেতে পারে, সেখানে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে৷ বিজ্ঞানীরা এও বলছেন, বায়ুদূষণই হয়ত হৃৎপিণ্ডের প্রদাহের জন্য দায়ী৷ এর থেকে হার্ট অ্যাটাক হয় বলে ধারণা করছেন তারা৷

বায়ুদূষণে মৃত্যুর হার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে ঘরের ভেতরে সৃষ্ট দূষণের কারণে ৪৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে৷ বিশেষ করে এশিয়ায় যারা ঘরের ভেতর কাঠ বা কয়লার স্টোভে রান্না করেন, তাদের ক্ষেত্রে দূষণের হারটা বেশি৷ সংস্থাটি বলছে, ২০১২ সালে ঘরের বাইরে সৃষ্ট বায়ুদূষণে নিহত হয়েছে ৩৭ লাখ মানুষ৷ উন্নয়নশীল দেশের ৯০ ভাগ মানুষের মৃত্যুর কারণ বায়ুদূষণ৷

বর্তমান পরিসংখ্যান আগের প্রায় দ্বিগুণ৷ জনসংখ্যা বৃদ্ধি বায়ুদূষণের অন্যতম কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ গত বছরের জরিপে দেখা গেছে বায়ুদূষণের কারণে অনেক মানুষ ফুসফুস ও মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছে৷ প্রতিবেদনে এও বলা হয়েছে, বায়ুদূষণের ফলে মৃত্যুর হার পুরুষদের চেয়ে নারীদের বেশি৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবার, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক বিভাগের সহকারী পরিচালক ফ্ল্যাভিয়া বুস্ট্রেও জানালেন, দরিদ্র নারী ও শিশু যারা বেশিরভাগ সময় কয়লার স্টোভে রান্না করে তাদের বেশিরভাগই ‘ইনডোর এয়ার পলিউশন'-এর শিকার৷ তাঁরা এটাও খতিয়ে দেখছেন সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোবালি, ডিজেল বা কয়লা পোড়ানো ধোঁয়ার চেয়ে বেশি ক্ষতিকর কিনা৷ ইমপেরিয়াল কলেজ লন্ডনের বৈশ্বিক পরিবেশগত স্বাস্থ্য বিভাগের প্রধান মজিদ এজাতি বলেছেন, জীবনধারণের পন্থাটা পরিবর্তন করতে হবে, তবেই সম্ভব বায়ুদূষণ রোধ

চীনে বায়ুদূষণ

মঙ্গলবার চীনে বায়ুদূষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে চীনে জন্মের আগে শিশু মৃত্যু এবং স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে৷ এ কারণে এক বছরে ব্যয় হচ্ছে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার৷

চীনের মন্ত্রিসভায় বিশ্বব্যাংক এবং স্টেট কাউন্সিলের উন্নয়ন গবেষণা কেন্দ্র যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করে৷ তারা জানায়, চীন যখন নগরায়নের ক্ষেত্রে নতুন উদ্যোগ নেয়ার কথা ভাবছে, তখন নগরায়নের কারণে বায়ুদূষণ বেড়েই চলেছে৷ চীনের স্বাস্থ্যমন্ত্রী চেন ঝো জানিয়েছেন, গত ১৪ মাসের গবেষণায় দেখা গেছে বায়ুদূষণের কারণে এক বছরে চীনে জন্মের আগেই মায়ের গর্ভেই ৫ লাখ শিশুর মৃত্যু হয়েছে৷

এপিবি/এসবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য