1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-আওয়ামী লীগ

৫ ফেব্রুয়ারি ২০১২

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে বিএনপির কেউ ঢাকা শহরেই প্রবেশ করতে পারবে না৷ জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন আইন প্রতিমন্ত্রীকে ঢাকা ছাড়া করার ঘোষণা দিয়েছেন৷

https://p.dw.com/p/13xFL
Barrister Shafiq Ahmed is the Law minister of Bangladesh Government
আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

বাংলাদেশের রাজনীতিতে পাল্টা-পাল্টি কর্মসূচি এখন হুমকি পাল্টা হুমকির রূপ নিয়েছে৷ শনিবার ঢাকায় সভা-সেমিনার আর পথসভার রাজনীতি উত্তাপ ছড়িয়েছে৷ আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলছেন, ১২ই মার্চ বিরোধী দল বিএনপি ‘চলো চলো ঢাকা চলো' কর্মসূচির মাধ্যমে ঢাকা দখলের ঘোষণা দিয়েছে৷ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের এই কর্মসূচি হলেও তাদের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷ তিনি বলেন, আওয়ামী লীগও এমন কর্মসূচি দেবে যে বিএনিপর নেতা-কর্মীরা ঢাকা শহরে ঢুকতেই পারবে না৷

একই অনুষ্ঠানে আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে যুদ্ধাপরাধের বিচার করতে হবে৷

অন্যদিকে ঢাকায় এক পথসভায় আইন প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারূক বলেছেন, তাঁকে ১২ই মার্চের আগেই ঢাকা ছাড়া করা হবে৷ তিনি আইন প্রতিমন্ত্রীকে প্রতিরোধেরও ঘোষণা দেন৷

আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তাদের আন্দোলন যুদ্ধপরাধের বিচার বন্ধে - এই অপপ্রচার চালিয়ে লাভ নেই৷ তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার হাত বদল করতে হলে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে৷ নয়তো গণঅভ্যুত্থানে সরকারের পতন ছাড়া কোন বিকল্প থাকবে না৷

রাজধানীতে একই ধরনের পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং বিএনপির সিনিয়র নেতা এম কে আনোয়ার৷

প্রতিবেদন: হারুন উর রশী স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য