যুদ্ধাপরাধীদের বিচার
২ ফেব্রুয়ারি ২০১২বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে৷ তারা দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছে৷ আর দেশের মধ্যে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে৷ কিন্তু যারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চায় তাদেরও আইনের আওতায় আনা হবে৷ দেশের প্রচলিত আইনেই তাদের বিচারের মুখোমুখি করা সম্ভব বলে জানান প্রধানমন্ত্রী৷
প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দল বিএনিপর বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টার অভিযোগ করেন৷ তিনি বলেন, তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে তাদের সঙ্গে নিয়েই মাঠে নেমেছেন৷ কিন্ত এসব প্রতিরোধে নতুন আইনও করা হয়েছে৷ প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেত্রীর বুঝতে হবে আইনে কোনটি অপরাধ আর কোনটি অপরাধ নয়৷
এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন একই ধরণের অভিযোগ করে বলেন, খালেদা জিয়া যদি মনে করেন যাদের আটক করা হয়েছে তারা যুদ্ধাপরাধী নন, তাহলে তাকেই বলে দিতে হবে কারা যুদ্ধাপরাধী৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক